| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাটি আমার মা
আমার কাছে কোন দলই বেশী বড় নয়, আমার দেশের স্বার্থ আগে। কারো বিশ্বাসে আঘাত করা পছন্দ করি না। সদা শান্তির পক্ষে। তবে দেশের স্বার্থে ভিন্ন ব্যাপার। সকল জাতি,ধর্ম, গোষ্টির প্রতি আমি সন্মান জানাই।
বাহ বাহ বাহ ইহাকেই বলে গনতন্ত্র। সংবাদ মাধ্যমের কন্ঠরোধ। কোন বাহিনী টাকা খেয়ে মানুষ গুম করলে আর নিউজ হবে না। সামনে বিরোধী দলের আন্দোলন, সরকার আন্দোলন দমানোর নামে নির্বিচারে মানুষ হত্যা করলে আর নিউজ হবে না। কোন বাহীনির ঘুষখোরদের স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহারের ব্যাপারে রা করা যাবে না। এমনকি বিরোধী দলের উচ্চ পর্যায়ের কোন নেতাকে হত্যা করলে প্রতিবাদ হলে তার নিউজ করা যাবে না। বিভিন্ন ধর্ম, নৃ-গোষ্ঠির উপর দমন নিপীড়ন হলে নিউজ হবে না। বিডিআর বিদ্রোহের মত কোন ঘটনা হলে নিউজ হবে না। এই ধরনের কু বুদ্ধি কোন কু বুদ্ধির ঢেকি গুলোর মাথা থেকে বের হচ্ছে? এই আইনে ক্ষমতাসীনদের সাময়িক উপকার হলেও ভয়াবহ বিপদও আছে। আল্লাহ না করুক কোন ভাবে যদি কোন বাহিনী সফল বিদ্রোহ করে বসে তখন নেতা নেত্রীদের লাশের খবর বের করতে পারবে না সংবাদ মাধ্যমগুলো, এই আইন কাজে লাগিয়ে গনতন্ত্রের বারোটা বাজিয়ে দিবে। বাবা আইন করো নিজেদের বাঁচার পথও খোলা রাখ। এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ মাধ্যমের কন্ঠরোধ মানি না।
০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৫
মাটি আমার মা বলেছেন: মানি না, মানি না।
২|
০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৩
ঢাকাবাসী বলেছেন: মানতে হবে, কি করবেন? এর নাম বাংলাদেশ।
০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৬
মাটি আমার মা বলেছেন: প্রতিবাদ না করলে, অবস্থা আরো নাজুক হবে।
৩|
০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৬
এজেপি অর্ক বলেছেন:
৪|
০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৯
আবাবিল বলেছেন: আপনি মানতে বাধ্য। আপনার বাবা বাকশাল মেনেছিল। আপনিও মানবেন।
০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২১
মাটি আমার মা বলেছেন: বাকশালের করুন পরিনতি জাতি বার বার দেখতে চায় না।
৫|
০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫১
মামুন ইসলাম বলেছেন:
মানি না মানি না বললে কি আর হবে মানতেই হবে না মানলে গুম হয়ে যেতে হবে । যত দোষ নন্দঘোষ যত তত অপকর্ম করবে আর বলতে
গেলেই মিডিয়ার দোষ এরই নাম বাহা ক্ষমতা ।
আর এতাই হল আমার সোনাঁর বাংলাদেশ ।
একবার তাদের কাছে প্রশ্ন করতে চাই আজ তারা যে ক্ষমতার বাহাদুরী
করতেছে কালকে যে তারা ক্ষমতায় থাকবে তার কোন নিচ্ছয়তা কি আছে তার পরে অবস্থা কোথাই দাড়াবে একাবার কি ভেবে দেখেছে ।
০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৩
মাটি আমার মা বলেছেন: নিজেদের সাথে সারা জাতির কন্ঠ রোধ করছে।
৬|
০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৭
দাকুড়াল বলেছেন: সংবাদ মাধ্যমের কন্ঠরোধ করা হয়েছে, কে বলেছে।জাষ্ট সব টিভি এখন বিটিভি।
০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৬
মাটি আমার মা বলেছেন: আমরা তো সব টিভি বিটিভি হোক চাই না। সবাই সরকারী কন্ঠ হলে গনতন্ত্র যায় কোথায়?
৭|
০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৪
মৃদুল শ্রাবন বলেছেন: সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ সরকার করছে যেমন ঠিক তেমনি সংবাদ মাধ্যম নিজের ইচ্ছায় স্বার্থসিদ্ধির জন্য সরকারের তোষামোদ করছে।
দেশে এখন প্রাইভেট ব্যাংক আর টিভি চ্যানেল বানানো একটা লাভজনক ব্যবসা। আর একজন ভালো ব্যবসায়ী সরকারের তোষামোদী করবে এটা স্বাভাবিক।
০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৫
মাটি আমার মা বলেছেন: মৃদুল ভাই আপনার কথা সত্য, কিন্তু তার পরও এই ধরনের আইন কোন সভ্য জাতির জন্য লজ্জাজনক। শুধু ক্ষমতা আর লাভজনক ব্যবসার বাহিরে দেশের বিশাল জনগোষ্টি বাস করে তাদের বাদ দিয়ে কোন আইন হতে পারে না।
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৮
সোহানী বলেছেন: সংবাদ মাধ্যমের কন্ঠরোধ মানি না।