নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন খেটে খাওয়া মানুষ। তাই যারা ঘাম ঝরায় তাদের কষ্ট আমাকে ব্যাথিত করে। যে কোন ক্ষেতে উগ্রতা অপছন্দ করি। তবে অন্যায় দেখলে মুখ বন্ধ রাখা কষ্টকর হয়ে যায়। সদা শান্তির পক্ষে।\n

মাটি আমার মা

আমার কাছে কোন দলই বেশী বড় নয়, আমার দেশের স্বার্থ আগে। কারো বিশ্বাসে আঘাত করা পছন্দ করি না। সদা শান্তির পক্ষে। তবে দেশের স্বার্থে ভিন্ন ব্যাপার। সকল জাতি,ধর্ম, গোষ্টির প্রতি আমি সন্মান জানাই।

মাটি আমার মা › বিস্তারিত পোস্টঃ

লেবাস এবং আচারন

১৩ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১১


মানুষ মাত্র দোষ ত্রুটি থাকে। কিন্তু তা তার অবস্থান, শিক্ষা, পারিবারিক বেকগ্রাউন্ডের সাথে বেশী অমিল হলে বেখাপ্পা লাগে। র্ধমীয় প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহন করে, ধর্মী লেবাস সুরত ধারন করে, ধর্মীয় আচার নিয়ম কানুন পালন করে যদি কেউ তসরুফ করে, মিথ্যা কথা বলে, নিজের দোষ অন্যর ঘাড়ে চাপিয়ে দেয়, বা অন্যায় ভাবে অন্যের ক্ষতি করার জন্য সদা ব্যতিব্যস্ত থাকে। অনবরত ষড়যন্ত্র করে, যার দ্বারা উপকৃত হয় তার নামেই মিথ্যা গীবত করে, তাকে কি বলা যায়। যদিও আউটলুকের কারনে মানুষ তাদের বিশ্বাস করে। এটা তো তাদের শিক্ষার দোষ নয়, এটা তাদের ধর্মের দোষ নয়, তবে যারা সেই ধর্ম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না ধারন করে, তাদের কাছে এটা খারাপ উদাহরন। তারা বলতে পারে ঐ ধর্মের অনুসারীরা ঐ ধরনের। (সর্ব ধর্মে প্রযোজ্য)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.