| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আল্লাহ রাখা
ছোট বেলায় মারা যেতে নিয়েছিলাম,কি ভাবে যেন বেঁচে যাই, তখন আমার নাম রাখা হয় আল্লাহ রাখা। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করার পর, Programmer হিসেবে কাজ করতে করতে Telecommunication লাইনে এসে পড়েছি। Intelligent Network বিভাগে কর্মরত, Software ফার্মের সাথেও জড়িত, এটাকে আপন সন্তানের মতই মনে করি, স্ত্রী অপ্সরা, মা আর আমি এই নিয়ে সংসার।
কবি গুরুর একটা কবিতা আছে,এটা "শেষ লেখা"'র প্রথম দিনের সূর্য কবিতা।খুব ছোট কবিতা---
প্রথম দিনের সূর্য
প্রথম দিনের সূর্য
প্রশ্ন করেছিল
সত্তার নূতন আবির্ভাবে-
কে তুমি?
মেলে নি উত্তর।
বৎসর বৎসের চলে গেল
দিবসের শেষ সূর্য
শেষ প্রশ্ন উচ্চারিল
পশ্চিমসাগরতীরে
নিস্তব্ধ সন্ধ্যায়-
কে তুমি?
পেল না উত্তর ।।
মানুষের সৃষ্টিকালের এক মাত্র জিজ্ঞাস্য....... আমি কে?
একই ভাবে আমরা সেই ভাবের প্রকাশ দেখতে পাই কাহ্নপাদের কবিতায়ও এটা বাংলা ভাষার আদি কবিতা চর্যাপদের ৭ নম্বর কবিতা।
কাহ্নপাদানাম্
(রাগ-পটমঞ্জরী)
আলিএঁ কালিএঁ বাট রুন্ধেলা।
তা দেখি কাহ্ন বিমণা ভইলা।।
কাহ্ন কহিঁ গই করিব নিবাস।
জো মণ গোআর সো উআস।।
তে তীনি তে তীনি তীনি হো ভিন্না।
ভণই কাহ্ন ভব পরিচ্ছিন্না।।
জে জে আইলা তে তে গেলা।
অবণাগবণে কাহ্ন বিমণা ভইলা।।
হেরি সে কাহ্ন নিঅড়ি জিনউর বট্টই।
ভণই কাহ্ন মো হি অহি ন পইসই।।
ঋষি,দার্শনিক পিরহ তো বলেই দিছেন,"মিথ্যা মিথ্যা না তেমনি সত্যিও সত্যি না, আসলে কিছুই কিছু না,আবার আমি যে বলছি কিছুই কিছু না,এটাও কিছু না।"
সব ই আসলে মিথ্যা আবার সবই সত্যি।
মানুষ এখনও জানে না তার সৃষ্টি রহস্য, জানেনা বলেই সে এখনও সামনে এগিয়ে চলছে।চাঁদ এখনও আমাদের কাছে রহস্য বলেই চাঁদ এখনও আমাদের কাছে সুন্দর।
মৃত্যু রহস্যময় বলেই আজও আমরা অপেক্ষায় থাকি মৃত্যুর।
জীবনানন্দের মত বলতে হয়
"কবে যে আসিবে মৃত্যু,হে কিশোরী, বাসুমতি চালে ধোয়া সাদা হাত খান রাখ বুকে, গোরচরণারূপে আমি করিবো যে স্নান।"
বা "আমি যদি মরে যেতে পারতাম এই শীতে"
আমরা তাকে জানি না বলেই জগৎ আমাদের কাছে এত রহস্যের,একদিন কি জানা যাবে,মনে তো হয় না।আদি কালে মানুষ বুঝতো জগৎ এক মাত্রার দৈর্ঘ্য,পরে জানে না দুই মাত্রার প্রস্থ ও,আরও পরে জানে তিন - উচ্চতা। অনেক দিন চলছিল সেই ধারনা, হঠৎ একজন আমাদের শুধরে দেন,না চার মাত্রা- সময়ও একটা মাত্রা,এখন পর্যন্ত ধরা হয় জগৎ চার মাত্রার,আর তাই তো ধারনা করা হয় - সৃষ্টা যে জগৎ এ বাস করেন তা হয়তো চার মাত্রারও অধিক।
তাই জয়েস এর "শ্রেষ্ঠ উপহার" গল্পের মতই বলতে হয়,শ্রেষ্ঠ উপহারটা নিয়ে এই মায়ার জগৎ ত্যাগ করতে হবে,কিন্তু আফসোস-পাখি উড়ে যাবে,রয়ে যাবে পালক" জানা হবে না অপার রহস্যের সেই আজব কারিগরকে।
একটাই প্রার্থনা ওনার কাছে " ও কারিগর দয়ার সাগর,ও গো দয়াময়, চাঁদনী পসর রাইতে জানি আমার মরণ হয়"।
৩১ শে জুলাই, ২০০৯ রাত ১০:২৮
আল্লাহ রাখা বলেছেন: ![]()
২|
৩১ শে জুলাই, ২০০৯ রাত ১০:৩০
আইসিস বলেছেন: ভালো লাগলো ।
৩১ শে জুলাই, ২০০৯ রাত ১০:৩১
আল্লাহ রাখা বলেছেন: ধন্যবাদ
৩|
৩১ শে জুলাই, ২০০৯ রাত ১১:১৪
রিয়াজুল ইস্লাম বলেছেন: হুমম.................
৩১ শে জুলাই, ২০০৯ রাত ১১:২২
আল্লাহ রাখা বলেছেন: ............মমহু
৪|
৩১ শে জুলাই, ২০০৯ রাত ১১:২৫
সামছা আকিদা জাহান বলেছেন: কিছুই মিথ্যে নয়, সবই বর্তমাণ সবই সময়ের খেলা,
৩১ শে জুলাই, ২০০৯ রাত ১১:৩৯
আল্লাহ রাখা বলেছেন: হমমমমমমমমমমম
৫|
৩১ শে জুলাই, ২০০৯ রাত ১১:৪৪
মাইদেশ বলেছেন: অনেক দিন পর কবি গুরুর কবিতাটা পড়ে ভালো লাগলো। আপনি যদি তার ভানু সিংহের পদাবলী পড়েন তার উত্তর পেয়ে যেবেন।
০১ লা আগস্ট, ২০০৯ সকাল ৯:১০
আল্লাহ রাখা বলেছেন: ধন্যবাদ
৬|
০১ লা আগস্ট, ২০০৯ সকাল ৯:২৫
হাসান মাহবুব বলেছেন: শুভ জন্মদিন!
০১ লা আগস্ট, ২০০৯ সকাল ৯:৩০
আল্লাহ রাখা বলেছেন: ধন্যবাদ ভাই, বুড়া বয়সে আবার জন্মদিন বলেন তো সামুর কারবারটা।
৭|
০১ লা আগস্ট, ২০০৯ সকাল ১০:০৭
শ্রাবনের ফুল বলেছেন: শুভ শুভ শুভ জন্মদিন!!! ![]()
০১ লা আগস্ট, ২০০৯ সকাল ১০:১০
আল্লাহ রাখা বলেছেন: ধন্যবাদ
৮|
০১ লা আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩৩
টোনা বলেছেন: শুভ জন্মদিন
০২ রা আগস্ট, ২০০৯ রাত ১:৫৪
আল্লাহ রাখা বলেছেন: ধন্যবাদ
৯|
০১ লা আগস্ট, ২০০৯ বিকাল ৪:৫৩
শান্তির দেবদূত বলেছেন: দারুন লিখেছেন।
"কাহ্নপাদানাম্" _ চর্চাপদের এই কবিতার কিছুই বুঝি নাই
.....
মাত্র নিয়ে আপনার চিন্তাভাবনাটা ভালো লাগলো ...... অনেক দিন আগে ডাইমেনশন নিয়ে একটা ডকুমেন্টারী দেখেছিলাম। ওখানে দেখিয়ে ছিলো, কোয়ান্টাম ম্যাকানিক্সের মধ্যমে সর্বোচ্চ মাত্রা বের করা সম্ভব হয়েছে, আর এর সংখ্যা হলো ১১
জন্মদিনের শুভেচ্ছা ....
০২ রা আগস্ট, ২০০৯ রাত ১:৫৪
আল্লাহ রাখা বলেছেন: ধন্যবাদ
১০|
০১ লা আগস্ট, ২০০৯ বিকাল ৫:০৩
কিরিটি রায় বলেছেন: এইতো চির আক্ষেপের দেশ! শেষ হইয়াও হয়না শেষ।
এই বিষয়ে ইমন জুবায়েরের নীচে পোষ্ট টা দেখে না থাকলে দেখতে পারেন।
বাবা বুল্লে শাহ, লালন, কাহ্ন.. সেই অসীম তৃষ্ণার ফোটা ফোটা......তাইতো বলেন---
বুল্লে, আমাকে আমি জানি না।
কিংবা লালন- আমি একদিনও না দেখিলাম তারে...
Click This Link
০২ রা আগস্ট, ২০০৯ রাত ১:৫৫
আল্লাহ রাখা বলেছেন: ধন্যবাদ,দেখা হয় নি ,দেখে নিব।
১১|
০১ লা আগস্ট, ২০০৯ রাত ১০:৩৮
জটিল বলেছেন: শুভ জন্মদিন
আল্লাহ রাখা
০২ রা আগস্ট, ২০০৯ রাত ১:৫৫
আল্লাহ রাখা বলেছেন: ধন্যবাদ জটিল
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০০৯ রাত ১০:২৭
জহির২০১০ বলেছেন: প্রথম দিনের সূর্য
প্রশ্ন করেছিল
সত্তার নূতন আবির্ভাবে-
কে তুমি?
মেলে নি উত্তর।
লিখে যান,
লিখে যান,
কাজে লাগবে