নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/allen.saiful

অ্যালেন সাইফুল

An inhuman never explain himself.

অ্যালেন সাইফুল › বিস্তারিত পোস্টঃ

"মায়ের জন্য চিঠি"

২৫ শে মে, ২০১৫ দুপুর ২:১৪

আজ সকাল থেকে তোমায় দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে "মা"
খুব বেশি ইচ্ছে করছে তোমায় জরিয়ে ধরে একটা চুমু খাই।
কতদিন হল তোমার শাষন পাই না।আর তাইত আমার জিবনটা আজ বড় অগোছালো।
এখন আর খুব সকাল বেলা ঘুম থেকে উঠতে পারি না।ছোটবেলার পড়া কবিতার
"সূর্যিমামা জাগার আগে উঠব আমি জেগে"কথাটি আজ আর আমার জন্য নাই।
কারন এখন আর তুমি আমায় ডেকে তুলে দাও না।নিজেকেই নিজের জন্য উঠতে
হয়।মোবাইলে এল্যার্ম বাজলে কেটে দিয়ে আবার ঘুমিয়ে যাই,কারন আমি জানি
যে এখন যতক্ষনই ঘুমাই না কেন কেউ এসে আমার কান ধরে টেনে তুলবে না।
জানো মা আজ আমি নিজের খাবার নিজেই নিয়ে খেতে পারি।যখন যা হয় তখন তাই
দিয়ে খেতে পারি,তবে কি জানো? মাঝে মাঝে আমি খুব লজ্জা পাই এই ভেবে
যে, এই খাবারের জন্য তোমায় কত জালাতাম।খেতে বসলেই এটা খাব না ওটা খাব না
আরও কত বায়না।এখন আমি নিজের জামাকাপড় নিয়েই ধুতে পারি আর বুজতেও পারি
যে,জামাকাপড় ধোয়া কত কষ্টের।বিস্বাস কর মা আগে যদি জানতাম যে জামাকাপড়
ধোয়া এত কষ্টের তবে আমি আমার জিবনের ১৬ টি বছর তোমায় যে কষ্ট
দিয়েছি তা দিতাম না।
বাবাকে বলবে যে তার একমাত্র ছেলে এখন বাজার করতে পারে।নিজের
প্রয়োজনীয় সবকিছু নিজেই কিনতে পারে।এমনকি চাল,ডাল,মাছ,মাংস মোটকথা ৫
জন মানুষের খাবার জন্য যাবতীয় সকল বাজার করতে পারে।মা আজ আমি নিজের
বিছানা গুছিয়ে নিয়ে নিজেই মশারি টানাতে পারি।তবে এতকিছুর মধ্যেও একটা জিনিস
একদম পারি না সেটা হল তোমাদের কথামত চলতে।আমি যত ইচ্ছে করেছি
তোমরা সব পূরন করেছ কিন্তু আমি জানি না যে আমি তোমাদের কোন ইচ্ছা পূরন
করতে পেরেছি কিনা।
তবে আমি আমি আবার তোমাদের সেই হাসিমুখটা দেখতে চাই যেটা দেখেছিলাম
আমার স্কুল জিবনের দিনগুলোতে।আমি বুঝি বা বুঝতে পারি আমার কাছে
তোমাদের কি চাওয়া তবে আমার যে কি হয় তা বুঝতে পারি না।বারবার শপথ করি
ভালভাবে চলব কিন্তু কেন পরি না তা জানি না।
তবে একটা কথা জানি যে,"আমি তোমাদের আমার নিজের থেকেও ভালবাসি"
আরও একটা কথা মা, সেটা হল যে,তুমি রিমুকে বলবে আমি সবসময় ওর কথা ভাবি।ও
যেন ওর ভাইয়াটাকে ভুল না বোঝে।ওকে একটু বেশি আদর করবে আবার দেখ
আদরে আদরে যেন বাদর না হয়ে যায়।ওকে বেশি বেশি বেশি পড়তে বলবে
কারন ওকে ঘিরে যে আমার অনেক স্বপ্ন।আমি যেটা হতে পারি নাই ওকে তাই
হতে হবে।ও যেন খরাপ ছেলেমেয়ের সাথে একদম না মেশে।আর আমার
নানী আপু আর নানু ভাইকে বল তারা যেন আমায় নিয়ে দুশ্চিন্তা না করে।আমি জানি তারা
সবসময় আমায় নিয়ে ভাবে।তাদের বলবে যে তাদের সাইফুল আজ অনেক বড়
হয়েছে।
কি আর বলব মা?
সামনে আমার পরীক্ষা জানি বেশি ভাল হবে না তারপরও দোয়া করবে।
জুলাই এর ৬ তারিখে আমার পরীক্ষা শেষ ওই দিনেই আমি তোমার কোলে
ফিরে যাব।
সময় বড় নিষ্ঠুর মা আমি বারবার ধরতে চাই কিন্তু পারি না।
তবে আজ আবার শপথ করলাম আমি সময়টাকে ধরে তোমার সব স্বপ্ন পূরন
করবোই।
ইতি
পৃথিবীর অপদার্থ কিন্তু তোমার সোনার টুকরো ছেলে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.