![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমান বাংলাদেশে ব্লগার মানেই এক ধরনের লজ্জা।
এই শব্দটাই এখন ঘৃনার। প্রচন্ড ঘৃনার। পারিপার্শ্বিক অবস্থার কারনে এখন আর কাউকে বলতে পারিনা যে আমি ব্লগিং করি। ভয় হয় না তবে লজ্জা হয়। হুটহাট করে যদি কিছু বলে অপমান করে বসে।
...
...
...
হ্যা, কাউকে আঘাত করে আমি কিছু লিখি না, লিখব বলেও মনে হয়না। আমি আমার মনের খোরাক মিটাতে লিখি। তবে লজ্জার ব্যাপার হল, ব্লগে লিখতে সবাই বারন করে। কেন!!! আর কত?
২| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৯
রাউল।। বলেছেন: বুঝাতে হবে দু'ধরণের ব্লগার,আস্তিক্যবাদী,নাস্তিক্যবাদী সবাই একরকম না।
৩| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:০৮
জাওয়াদ স্পিকিং বলেছেন: রুমের দরজা বন্ধ কইরা সামু ব্লগে বিচরণ করি ।মুক্তমনারা বিপ্লব মারাইতে গিয়া ব্লগিংগের ব্যাপারে আমজনতার মনে বিরূপ ধারণা তৈরি করছে।ইট মারলে পাটকেল যেমনে খাইতে হয় তেমনি মনাদের প্রতিদ্বন্দ্বী বাগদাদীফাইড মোল্লারা ব্লগিং জগতে প্রবেশ করে।
৪| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৫
অ্যালেন সাইফুল বলেছেন: ধন্যবাদ, বেশ ভাল বলেছেন জী এস।
৫| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৫
অ্যালেন সাইফুল বলেছেন: রাউল ভাই মূর্খরা এত কিছু খুজতে যায়না।
৬| ২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৬
অ্যালেন সাইফুল বলেছেন: ঠিক বলেছেন জাওয়াদ ভাই।
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৪
আহমেদ জী এস বলেছেন: অ্যালেন সাইফুল ,
আপনার এই লাইনটির "ব্লগে লিখতে সবাই বারন করে।" প্রসঙ্গে যারা যারা বারন করেন তাদের জন্যে এটুক লিখছি -----
ব্লগ কি আপনি জানেন না । এখানে কি হয় , ব্লগাররা কি করেন এখানে, এমোন ধারনাও হয়তো আপনার নেই । ব্লগ সম্পর্কে আপনার জ্ঞানটুকু - “শুনেছেন” এই পর্যায়ের । শুনেছেন , ব্লগে শুধু নাকি মন্দলোক আর অবিশ্বাসীরাই বিচরন করেন । ব্লগ খুলে দেখেন নি আপনি কখোনও ।
যারা এই দলে তাদের বলি, একবার শুদ্ধতম একটি ব্লগ খুলে দেখুন , পড়ুন । দেখবেন , এখানে প্রানের পশরা সাজিয়েছেন ব্লগাররা । আপনার নিজেরও মনে হবে , বাহ বেশতো ! এখানে তো আমিও ঢুকে পড়তে পারি । নিজের সমাজ, সংস্কৃতি, দেশ , অর্থনীতি, রাজনীতি, শিক্ষা ইত্যাদি হরেক বিষয়ে নিজের পুষে রাখা ধারনা, চাওয়া-পাওয়া , সুপারিশ সাজিয়ে একটি অনিন্দ্য ডালা নিয়ে আমিও তো বসে পড়তে পারি এই মেলায় । আমার ভাবনাগুলো, আমার ইচ্ছেগুলো এতোদিন আমার ভেতরে ভেতরেই গুমরে মরেছে । এগুলোকে মরতে না দিয়ে আমি তো এগুলো পৌঁছে দিতে পারি জনে জনে ! যা বলা যায়নি কাউকে এ্যাদ্দিন ।
আপনার জীবন থেকে নেয়া সব ভালোমন্দ অভিজ্ঞতার আলোকে আপনি তো বলে দিতে পারেন , ভালোটা কি - মন্দটা কোনখানে ।
সামাজিক ব্লগগুলি যে সারা বিশ্বে এভাবে মানুষের কথা বলার দরজা খুলে দিয়েছে , মত প্রকাশের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে, বাক-স্বাধীনতাকে সুউচ্চে তুলে ধরেছে ; আপনি এখানেই তা খুঁজে পাবেন । এ তো আপনারই নিজের দিনমানের ডায়েরী !
ব্লগকে আপনি যে ভাবেই সঙ্গায়িত করুন না কেন মূলটা তো এখানেই যে, এটা ব্লগারদের দিনমানের খেড়োখাতা । খেড়োখাতায় যতো আঁকাবুকি ,কাটাকুটিই করি না কেন শেষমেশ তার নির্যাসটুকু তো আমার নিজের কথাই বলে, আয়নায় আমার মুখটিই দেখায় ! আমি কে...কেমন লোকটি আমি ! আমার ব্লগ যদি আমাকেই দেখায়, তবে সেখানে আমার ছবিটি কেমন ? আমার রূচি -আমার শিক্ষা , আমার স্বকীয়তা , আমার নিজস্ব ধ্যানধারনার সুন্দর এবং সত্যিকারের সেই ছবিটি তো আমি এখানেই লটকে দিতে পারি ।
লেখা তো যে কেউই লিখতে পারেন , দিতেও পারেন । লিখতে পারাটা ব্লগের জন্যে কঠিন কিছু নয়, কঠিন হলো আপনি কি বোঝাতে চাচ্ছেন তা, আর আপনাকে তুলে ধরছেন কি ভাবে ।
নোংরামী কোনখানে নেই ? রাজনীতি, মাঠঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস –আদালত সবখানেই তো ভালোর পাশাপাশি নোংরামীও সমপরিমানে নয় বরং বেশী পরিমানেই বিদ্যমান । তাই বলে কি আপনি ঐ সবের সংষ্পর্শ এড়িয়ে চলেন ? সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে তাদের বাতিল করে দেন জীবন থেকে ? গুটি কয়েক রাজনীতিক যখোন বস্তির বুলি নিয়ে নোংরামী ছড়ান তখোন আপনি কি সকল রাজনীতিকদের নির্বাসনে দিতে চান ? আঙুলে গোনা কিছু ছাত্রের উশৃঙ্খলতা, সন্ত্রাসের দায়ে সারা ছাত্রসমাজকে কি বয়কট করে চলেন ? পথভ্রষ্ট কিছু উগ্র ধর্মবাদীদের উগ্র কাজের দায়ে আপনি কি সকল বিশ্বাসীদের ফাঁসি চান ?
আপনি সবাইকে এক কাতারে ফেলেন না । আসলে আমাদের চারপাশে বিরাজিত সব নোংরামীর সাথেই আমরা সবাইকে গুলিয়ে ফেলি না । তাহলে আমরা শুধু “ব্লগ” এবং “ব্লগার”দের-ই মুন্ডপাত করি কেন ? কেন ব্লগারদের অচ্ছুত করে রাখি ? রাখি, আমাদেরই অজ্ঞতা, অবিবেচনা, অবিদ্যা, অচেতনতা, অনধীততা, অনুৎকর্ষতার কারনে ।
আপনি কি কখোনও ভেবে দেখেছেন , ব্লগ হলো ক্লাসরুম-বোর্ডের মতো ? ক্লাসরুমের এই বোর্ডের উপর বিভিন্ন শিক্ষক বিভিন্ন বিষয়ের উপরে লিখে নিজের আহরিত জ্ঞান তার ছাত্রদের সাথে ভাগ করে নিয়ে তৃপ্তি পেতে চেষ্টা করেন তাদের শেখানোর মাধ্যমে । এটিই নিয়ম । এর বাইরে চ্যাংড়া ছেলেপিলেরা বোর্ডের উপরে মাঝে মাঝে অনেক অশালীন কথাও লিখে থাকে শিক্ষকদের অনুপস্থিতিতে । তাই বলে স্কুল কর্তৃপক্ষ ক্লাসরুম-বোর্ড সরিয়ে ফেলেননা দেয়াল থেকে । এটা একটা আহাম্মকী কাজ । বুদ্ধিমানের কাজ হলো ঐ চ্যাংড়া ছেলেপিলেদের শোধরানো কিমবা একান্ত তা না পারা গেলে স্কুল থেকে বহিস্কার । কারন ক্লাসরুম-বোর্ডই হলো শিক্ষক-ছাত্রের মাঝে টুলস অব কমিয়্যুনিকেশান ।
ব্লগখানাও তেমনি দেশ-কাল-পাত্রের সাথে আপনার টুলস অব কমিয়্যুনিকেশান । যখোন আপনার ভাবনারা ভীড় করে আসে তখোন শব্দগুলো জীবন্ত হয়ে ওঠে । আপনার সুপ্ত প্রতিভা , সমাজ - প্রতিবেশের প্রতি আপনার ধ্যান-ধারনা, সংস্কারের সৃজনশীলতা আপনার এতোদিনকার অচলায়তন ভেঙ্গে আপনাকে ছড়িয়ে দেয় বিশ্বময় ।