![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মা, একটা পাগলি আমাকে খুব বেশি ভালবাসে। আমি অবাক হয়ে যাই আমার প্রতি ওর ভালবাসা দেখে। প্রতিটা দিন ভালবাসি ভালবাসি বলে আমাকে পাগল করে ফেলে। মেয়েটার নাম জামি। আমি বিরক্ত হয়ে বলি বমি। তবুও ও একদম কষ্ট পায়না।
এদিকে আমি ওর থেকে বয়সে ৩ মাসের ছোট। এটাও নাকি ওর জন্য কোন সমস্যা না। ও আমাকেই ভালবাসবে। কি করব আমি?
২| ২৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৫:৪০
অ্যালেন সাইফুল বলেছেন: হ্যাঁ ঠিক বলেছেন আপনি। সত্যিকারের ভালবাসা খুঁজে নিতে হবে।
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬
মাহমুদা আক্তার সুমা বলেছেন: সত্যিকারের ভালবাসা খুঁজে নিন, বুঝে নিন, চিনে নিন। একবার হাতছাড়া অইয়া গেলে সারা জীবন কপাল আর বুক থাপড়াইবেন!!