![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
---তুই? এতদিন পর!!!
---অবাক হলি?
---অবাক হব না? বল, কই ছিলি এত্তগুলা দিন?
---তোর থেকে অনেক দূরে, আকাশে।
---ওইখানে কি?
---আমি এখন ওইখানে থাকি।
---আমার উপর রাগ করে?
---নারে সোনাই। তোর উপর একদম রাগ করি নাই।
---তাহলে চলে গেলি কেন আমাকে ছেড়ে?
---আমি তোকে ছেড়ে যেতে চাইনি। শুধুমাত্র সবাইকে একটু ভয় দেখাতে
চেয়েছিলাম। যাতে সবাই তোর আর আমার সম্পর্ক টা মেনে নেয়। কিন্তু কেউ
আমাকে বুঝল না রে। সবাই মিলে আমাকে মেরে ফেলল। আর আমি বুঝতে পারিনি
যে, সামান্য একটা ট্যাবলেট আমাকে মেরে ফেলবে।
---অনেক কষ্ট হয়েছিল তোর?
---হ্যাঁ, অনেক কষ্ট হয়েছিল। প্রচন্ড যন্ত্রনা হয়েছিল বুকের মধ্যে। যখন
বুঝতে পারলাম আমি মরে যাচ্ছি, কোনদিন আর তোর মুখখানা দেখতে পাবো না
তখন মনে হচ্ছিল কেউ একজন কলিজাটার উপর হাতুরি দিয়ে আঘাত করছে আর
কলিজাটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে।
---আমাকে দেখতে ইচ্ছা করছিল?
---হু, তোর গাল দুটো ছুঁয়ে দিয়ে কপালের মধ্যে একটা চুমু দিতে ইচ্ছে
করছিল। তবে মরে যাবার আগে যদি শেষবারের মত তোর বুকের মধ্যে মুখ
গুঁজে দিয়ে চিৎকার করে কাঁদতে পারতাম তাহলে আমার আর কোন কষ্ট থাকত না।
---কাঁদবি এখন?
---আমার কি এখন আর সেই ক্ষমতা আছে পাগল? আমি চাইলেই আর হাসতে পারিনা,
কাঁদতে পারিনা। শুধু দুর থেকে তোকে ভালবেসে যেতে পারি। যাই হোক, বাদ
দে। এইবার বল, তুই কেমন আছিস?
---তোকে ছাড়া একদম ভাল নেই। জানিস, আমার খুব ইচ্ছে হয় তোর কাছে চলে
যেতে। একা একা আর ভাললাগে না। মাঝেমধ্যে তো নিজের অজান্তেই
তোকে খুঁজতে থাকি। সেদিন কি করেছি শুনবি?
---বল, শুনি।
---ভুল করে তোর কাছে চিঠি লিখতে শুরু করেছিলাম।
"সোনাই,
পিছনের পুকুরে অনেক ব্যাঙাচি হয়েছে। কিলবিল করে যখন সাঁতার কাটে তখন
দেখতে বেশ ভাল লাগে। তুই কবে আসবি? তুই এলে এইবার দুজন একসাথে
ব্যাঙাচি ধরব।"
হাহাহা এইটুকু লেখার পর মনে হয়েছিল তুই আর কোনদিন আসবি না। তাই চিঠিটা পুড়িয়ে
ফেলেছি। তবে তুই তো চলে এলি। এখন আমি আবার চিঠি লিখব, তোকে নিয়ে
ব্যাঙাচি ধরব।
---কিন্তু আমি তো চলে যাব এখন।
---কেন? আমার সাথে থাকবি না?
---না, আমি আর তোর সাথে থাকতে পারব না। আমি চলে যাচ্ছি। ভাল থাকিস।
---ওই, যাস না আমাকে ছেড়ে। আমি একা থাকতে পারব না। নিয়ে যা আমাকে। আমি
যাব তোর সাথে।
....
....
....
[ছেলেটাকে ছেড়ে মেয়েটা অনেক আগেই চলে গেছে। আর কোনদিন
ফিরেও আসবে না। ছেলেটা বুঝতে পারে মেয়েটা মরে গেছে। কিন্তু
মেনে নিতে পারেনা। আর তাই প্রতিটা রাতেই ছেলেটা প্রলাপ বকে, মেয়েটার
সাথে কথা বলে। একপর্যায় মেয়েটা যখন চলে যায়, তখন বোকার মত কাঁদে,
সবকিছু ছেড়েছুড়ে দিয়ে চলে যেতে চায় মেয়েটার কাছে, ভালবাসার মানুষের
কাছে।]
...
...
লেখক: অ্যালেন সাইফুল।
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫০
অ্যালেন সাইফুল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৯
তন্ময় শরীফ বলেছেন: ভালো লাগলো।।।।।।।।।।।।।