![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উত্তর পশ্চিম দিকের দেয়ালের সাথে লাগানো ৪০০ টাকা দামের সস্তা চৌকিটার উপর পিঠটাকে এলিয়ে দিয়ে শুয়ে শুয়ে নিজেকে প্রশ্ন করছিলাম,
-কেমন আছি আমি?
খুব ছোট একটা প্রশ্ন। অন্য কেউ এই প্রশ্নটা করলে সাথে সাথে বলে দিতাম, বেশ ভালো আছি। কিন্তু অবাক করার মত ব্যাপার হলো, এই সহজ প্রশ্নটা যখন নিজেই নিজেকে করলাম তখন প্রায় ৩ ঘন্টা ধরে চিন্তা করেও কোনো উত্তর খুঁজে পাচ্ছিলাম না। একবার মনে হচ্ছিল, ভালো আছি। আবার পরক্ষনেই মনে হচ্ছিল, একদম ভালো নেই। হ্যাঁ, এটাই সত্যি যে আমি ভালো নেই। ভালো আছি বলে সবাইকে শুধু মিথ্যে বলে যাচ্ছি প্রতিনিয়ত।
---
আমি ভালো থাকতে চাই। এমন কিছু খুঁজে বের করতে হবে যার দ্বারা কিছুটা হলেও অন্তত ভাল থাকা যাবে। কমপক্ষে ৩০ টা মিনিট একটানা ভালো থাকা যাবে। মাথা চুলকাতে চুলকাতে মনে হলো, আয়না দেখে দেখে নিজেই নিজের ছবি আঁকব। এটাই করেছিলাম। বেশ আয়োজন করে কলম দিয়ে আয়নার সামনে দাড়িয়ে হাসি হাসি মুখ করে নিজেই নিজের ছবি আঁকলাম। কিন্তু ভয়ংকর ব্যাপার হলো, ছবিটা দেখে বোঝা যাচ্ছিলো যে আমি ভালো নেই, হাসিটা পুরোপুরি মিথ্যা। বুঝে গেলাম, এভাবে হবেনা। এবার নতুন কিছু করতে হবে ভালো থাকার জন্য।
---
নতুন করে আবার ভাবতে শুরু করলাম। এবার মনে হলো একা একা হাসতে পারি। যেই ভাবা সেই কাজ। হাটু ভাঁজ করে বসে হাসতে শুরু করলাম। নানান রকম হাসি হাসলাম। কিন্তু বেশিক্ষন হাসতে পারলাম না। আসলে, সবকিছুই মিথ্যে মিথ্যে করা যায়, কিন্তু মিথ্যে মিথ্যে হাসা যায়না। আবার মন খারাপ হয়ে গেলো। ভালো থাকার জন্য মিথ্যে মিথ্যে এত কিছু করছি ভেবেই কেঁদে ফেললাম। সত্যিকারের কান্না। যার মধ্যে একটুও মিথ্যে নেই।
---
এরচেয়ে গান শুনে ভালো থাকার চেষ্টা করাই ভালো। প্লে লিস্টে ক্লিক করে কানে হেডফোন টা গুঁজে দিতেই জানালা দিয়ে ভেসে আসলো ফজরের আজান। না, এখন আর গান শোনা হবেনা। ভালো থাকাও হবেনা।
---
আচ্ছা, এতকিছু করেও ৩০ টা মিনিট যখন ভালো থাকতে পারলাম না ! তখন ভালো থাকার এই বৃথা চেষ্টা করে কী লাভ ! তার চেয়ে জীবন যেদিকে যাচ্ছে যাক, যাকনা। আমি না হয় জীবনের সাথে একই পথে পাড়ি জমাবো। এমন ভাবে খারাপই থাকবো সারাজীবন। আর কেউ যখন জিজ্ঞেস করবে, "কেমন আছেন?" তখন একগাল হেসে বলবো, আলহামদুলিল্লাহ্। অসম্ভব রকম ভালো আছি।
২| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৫
অ্যালেন সাইফুল বলেছেন: ভালই বলেছেন।
৩| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:১২
আমিই মিসির আলী বলেছেন: ভালো লাগলো আপনার নিজেকে ভাবনা!
৪| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৩
অ্যালেন সাইফুল বলেছেন: ভালো থাকবেন।
৫| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৫
বিজন রয় বলেছেন: ভাল থাকাটা জরুরী।
ভাল লিখেছেন।
++++
৬| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৭
অ্যালেন সাইফুল বলেছেন: ভালবাসা রইলো।
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৬
চাঁদগাজী বলেছেন:
"দেয়ালের সাথে লাগানো ৪০০ টাকা দামের সস্তা চৌকিটার উপর পিঠটাকে এলিয়ে দিয়ে শুয়ে শুয়ে নিজেকে প্রশ্ন করছিলাম, "
-ফুটপাথে শুয়ে, তারপর নিজেকে প্রশ্ন করেন; লোকে ভাববে ফিলোসোফার