![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিসের "মা দিবস"? কাদের জন্য এই মা দিবস?
যে দেশে এখনও হাজার হাজার মা বৃদ্ধাশ্রমে থেকে দিনের পর দিন চোখের পানি ফেলছে সে দেশে "মা দিবস" থাকতে পারেনা।
সকাল সকাল মা ফোন দিয়েছিল। একবার ভেবেছিলাম বলব, "মা, ভীষণ ভালবাসি!" কিন্তু কেন জানি বলতে পারিনি। কথাটা গলায় আটকে গেছিল।
ভাবতেই চোখের কোণে পানি চলে আসে যে, এখনও হাজার হাজার মা ছেলে থাকা সত্ত্বেও "ভীষণ ভালবাসি মা" কথাটা থেকে বঞ্চিত।
মাফ করে দিও মা।
©somewhere in net ltd.