নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/allen.saiful

অ্যালেন সাইফুল

An inhuman never explain himself.

অ্যালেন সাইফুল › বিস্তারিত পোস্টঃ

তুমিও সব পারবে!

১১ ই মে, ২০১৬ রাত ১০:২৬

সকালবেলা যে মেয়েটা মুখ বাঁকা করে আমাকে "চাপুল" বলে ডেকেছিল, সেই মেয়েটা এখন রুমের দরজা বন্ধ করে নিজের মুখটা লুকিয়ে রেখেছে। নিশ্চয়ই এতক্ষন কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে! কেন কাঁদবে না? অবশ্যই কাঁদবে! এখনই যে ওর কাঁদার সময়!

গতকালকে যে ছেলেটা একগাল হেসে বলেছিল, "ভাইয়া, চিন্তা নেই। ইনশাআল্লাহ্‌! এ+ পাব।" সেই ছেলেটা আজ দুপুর থেকে ঘরের বাহিরে বের হয়নি! ছেলেটা পণ করেছে আগামী এক বছর ঘরের মধ্যেই থাকবে। এমনকি ছেলেটার সবথেকে প্রিয় ক্রিকেট মাঠেও ছেলেটা যাবে না।

ক্লাসের সবথেকে চঞ্চল মেয়েটা আজ একেবারে নিশ্চুপ হয়ে গেছে। ক্লাসের সবাই যখন এ+ পাবার আনন্দে নাচানাচি করছে, মেয়েটা তখন চোখের পানি মুছতে মুছতে বাড়ির দিকে হেঁটে যাচ্ছে। এই চঞ্চল মেয়েটা এখন থেকে নিশ্চুপ হয়েই থাকবে।

যে মেয়েটা সাজতে পছন্দ করত, সেই মেয়েটা নাকি এখন থেকে আর আয়নার সামনেই যাবে না। নিজেকে দেখে মেয়েটা এখন লজ্জা পায়। ঘৃণ্য প্রানি মনে করে নিজেকে।

উপরের ছেলেমেয়ে গুলো পরীক্ষায় খারাপ করেছে। কেউ এ+ মিস করেছে আবার কেউ ফেল করেছে। এরা এখন নিজেদের কষ্ট দেবে। ভয়ংকর রকম সব কষ্ট! কেউ কয়েক মাস ধরে থেমে থেমে কাঁদবে! কেউ চার দেয়ালের মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেলবে! কেউ নির্বাক হয়ে যাবে! কেউ হাসতে ভুলে যাবে! কেউ নিজের যত্ন নিতে ভুলে যাবে! আবার কেউ ডায়েরীর মধ্যে একগাদা ভয়ংকর কথা লিখে আত্মহত্যার মাধ্যমে নিজের কষ্টটাকে মুছে ফেলতে চাইবে!

দুঃখজনক ব্যাপার হল, এতসব ছেলেমেয়ের মধ্যে কেউ নতুন করে নিজেকে প্রমান করে দেখাতে চাইবে না। পৃথিবীকে নিজের সেরাটা দেখিয়ে দিতে চাইবে না। কেউ জিদ ধরে লড়াইয়ে নামবে না। সবাই শুধু নিজেকে শেষ করে দিতে চাইবে। নানান রকম উপায়ে নিজেকে শেষ করে দিতে চাইবে।

ভেঙে পড়লে চলবে না। মনে রাখতে হবে, তুমি যখন নুয়ে যাবে তখনই কেউ একজন এসে তোমার পিঠে ভর দিয়ে দাড়াতে পারবে। নিজেকে নিজে নতুন করে চ্যালেঞ্জ ছুড়ে দাও। পৃথিবীকে দেখিয়ে দাও, চিনিয়ে দাও, বুঝিয়ে দাও "তুমিও সবকিছু পার।" এটাই তোমার সময়। আজকের শোকটাকে শক্তিতে পরিনত করে এগিয়ে যাও। তোমাকে আটকানোর সাধ্য কারো নেই। নিজেকে নিজে অন্তত একবার বিশ্বাস করে দেখ।

টমাস আলভা এডিসনের একটা উক্তি আছে যেটা আমি আমার রুমের দেয়ালে খুব যত্ন করে লিখে রেখেছি,
"আমি পরীক্ষা নিয়ে মোটেও চিন্তিত নই।
কেননা, পরীক্ষার কয়েকটা পৃষ্ঠা আমার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারবে না।
চাইলে এটা তুমিও লিখে রাখতে পার। মন খারাপ করে বসে থেকে লাভ নেই। যা করবে তা এক্ষনি শুরু কর। (Do it now!)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.