নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/allen.saiful

অ্যালেন সাইফুল

An inhuman never explain himself.

অ্যালেন সাইফুল › বিস্তারিত পোস্টঃ

Help Others !

২৬ শে জুন, ২০১৬ রাত ১২:৪১


(১)
মা ব্যাথায় কাতরাচ্ছে !
ছেলেটা পাগল হয়ে ছুটছে পেইন কিলারের জন্য...! প্রতিটা ফার্মেসি খুঁজেও
পেইন কিলার মিললো না। টাকা ছাড়া এ যুগে কেউ কাউকে কিছুই দেয়না। টাকার জন্য
মা মারা যাবে এটা হতে পারেনা। ছেলেটা প্রতিজ্ঞাবদ্ধ। যে করেই হোক
মা'য়ের জন্য পেইন কিলার চাই।

রাস্তার অপর পাশে এক মহিলা ৩ টা পেইন কিলারের বোতল নিয়ে হেঁটে যাচ্ছে।
ছেলেটা ছিনিয়ে নিয়ে দৌড় দিতে গিয়ে ধরা খেলো। রাস্তার লোকজন
ছেলেটাকে মারধর করতে শুরু করলো। ছেলেটাকে দেখে দয়া হলো এক
লোকের। তিনি ছেলেটাকে জিজ্ঞেস করলেন, "কার জন্য চুরি করলে বাবা?"
ছেলেটা চোখের পানি ফেলতে ফেলতে বললো, "মা ব্যাথায় মারা যাচ্ছে"।
লোকটা ছেলেটাকে ৩ বোতল পেইন কিলার কিনে দিলেন। ছেলেটা দৌড়ে
গিয়ে রক্ষা করলেন তার মা'কে।

১৮ বছর পর !
একজন বৃদ্ধ লোক হাসপাতালের বেডে শুয়ে আছেন। তার পাশে তার মেয়ে।
মেয়ের হাতে একটা কাগজ। কাগজে লেখা আছে, "অপারেশনের জন্য ২৪ ঘন্টার
মধ্যে ৭ লক্ষ টাকা জমা দিতে হবে" ! মেয়েটা টাকার চিন্তায় কান্নাকাটি করতে
করতে রাতে ঘুমিয়ে গেলো। ঘুম থেকে উঠে সকালে যখন টাকা জোগাড়
করতে যাবার জন্য কাগজটা হাতে নিলো তখন সেখানে লেখা ছিলো, "আজকের
৭ লক্ষ টাকা ১৮ বছর আগে ৩ টা পেইন কিলারের মাধ্যমে দেয়া হয়েছিলো।
প্রস্তুত থাকবেন। আজ রাতেই অপারেশন হচ্ছে"।

(২)
ছোটবেলায় অবশ্যই পিং পং বল (রাবারের বল) নিয়ে খেলেছেন। এই বলের
বিশেষ গুন হলো : এই বলকে ছুড়ে মারলে অবশ্যই আবার ফিরে আসবে।
কখনও কখনও আপনি যতটা জোর দিয়ে ছুড়বেন এটা তার থেকেও জোরে
ফিরে আসবে।

উপকার (!) পিং পং বলের মতই একটা মজার ব্যাপার। আপনি কাউকে ১ টাকার উপকার
করলে সেটা ১০০ টাকার সমতুল্য হয়ে আপনার কাছে ফিরে আসবে। যদি মনে হয়
আসছে না তাহলে দুশ্চিন্তা করার দরকার নেই। কেননা বেশিরভাগ সময়ে এটা
আপনাকে কোনো কিছু না জানিয়েই আসবে।
শুধুমাত্র সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখুন। মানুষের উপকার করুন। আপনি ঠকবেন না।

ছোটবেলায় আমার বয়সী একটা ভিক্ষুক ছেলেকে আমার ব্যবহৃত দুইটা পুরানো
শার্ট দিয়েছিলাম। সেই ছেলেটা এখন রিকশা চালায়। আমাকে দেখলেই রিকশা নিয়ে
এগিয়ে আসে। জোর করে রিকশায় উঠিয়ে পৌঁছে দেয় আমার গন্তব্যে। ভাড়ার
টাকা কখনও চেয়ে নেয় না। চাইতে লজ্জা পায়। এই ব্যাপারে কিছু বলতে গেলেই
বলবে, "দোস্তের কাছে রিকশা ভাড়া চাইতে লজ্জা লাগে" !

দোস্ত (!) খুব সহজ শব্দ নয়। এটা আবেগ, ভালোবাসা, অনুভূতি নামক হাজারো
মহামূল্যবান জিনিস দিয়ে তৈরি। আমি দুইটা মাত্র পুরানো শার্টের বিনিময়ে সারাজীবনের
জন্য একটা দোস্ত পেয়েছি। এর থেকে বেশি আর কী আশা করা যায়?

এত বকবকানির একটাই মানে, "মানুষের উপকার করুন"। আমার জন্য নয়। আপনার জন্য
করুন। সৃষ্টিকর্তায় বিশ্বাস রাখুন।
"অন্যের উপকার করলে নিজের ক্ষতি হয়" যারা এই কথায় বিশ্বাসী তাদের থেকে
দুরে থাকুন। ভালো কিছু আপনার জন্যই অপেক্ষা করছে।

উৎসর্গ : ফেরদৌস আলম।
আমার হৃদয়ের মনিকোঠার মানুষ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৬ রাত ১২:৪৭

চাঁদগাজী বলেছেন:



ভালো।

২৬ শে জুন, ২০১৬ রাত ১:১৫

অ্যালেন সাইফুল বলেছেন: শুকরিয়া।

২| ২৬ শে জুন, ২০১৬ রাত ১:১১

আব্দুল্লাহ তুহিন বলেছেন: বাহ, চমৎকার একটা পোস্ট। বেশ লগল!!
গল্পটা ও ছিলো চমৎকার।

আসলেই, উপকার করলে এর প্রতিদান অবশ্যই পাওয়া যায়।।

২৬ শে জুন, ২০১৬ রাত ১:১৫

অ্যালেন সাইফুল বলেছেন: কৃতজ্ঞতা রইলো।

৩| ০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৩৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: মনদিয়ে পড়েছি।




অনেক ভালোহয়েছে

০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৪১

অ্যালেন সাইফুল বলেছেন: কৃতজ্ঞ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.