![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি প্রেমিক হয়েছি কিন্তু আদর্শ প্রেমিক হতে পারিনি। মেয়েটা পেরেছে আদর্শ প্রেমিকা হতে। সে আমাকে অসম্ভব রকম সহ্য করে। রিলেশনের পূর্বে সেই ফ্রেন্ডশিপের শুরু থেকেই। গত চারদিন আমি তাকে খুব জ্বালিয়েছি। সে আমার উপর রাগ করেছে। গতরাতে ফোন দিয়ে বলেছে, "স্টপ দিস গেইম"! ইংরেজিতে খুব গম্ভীর ভাবে সে এই কথাটা আমাকে বলেছে। আমি ভয় পেয়েছি। থতমত করে বলেছি, "এর মানে কি"?
মানে খুঁজতে গিয়ে প্রায় ১ ঘণ্টা ঝগড়া হয়েছে। এরপর ব্রেক-আপ (!) আমাদের প্রথম ব্রেক-আপ। নিজের প্রতি খুব বিরক্ত হয়ে মেয়েটাকে উল্টাপাল্টা একটা ম্যাসেজ দিলাম। এরপর ফোন ! ওপাশের কণ্ঠস্বর ভাঙাভাঙা। সে কাঁদছে। আস্তে করে বললাম, "হয়েছে টা কী বলবি"? সে ভাঙাভাঙা কণ্ঠেই জবাব দিলো, "তোর ৯৫% কাজ আমার অপছন্দ। এতদিন ধরে চেষ্টা করেও আমি তোকে বিন্দুমাত্র চেইঞ্জ করতে পারিনি। আর তুই যে চেইঞ্জ হবিনা এটাও আমি জানি। আমি আর সহ্য করতে পারছি না।" তাকে কথা দিলাম আমি চেইঞ্জ হবো। সে এটা মানতে নারাজ। তার মতে আমি চেইঞ্জ হবার পাত্র নই।
সকালে ঘুম থেকে উঠেই তাকে ফোন দিয়েছি। সবকিছু ভুলে নতুন করে প্রেম শুরু করেছি। পুরানো স্বপ্নগুলো নতুন করে দেখছি। নতুন করে কথা দিচ্ছি সারাজীবন একসাথে থাকার। গ্রহণ করছি শুদ্ধতম এক প্রেমের স্বাদ। মুগ্ধ হচ্ছি তার প্রতিটা কথায়, প্রতিটা কাজে, প্রতিটা স্বপ্নে।
কিছুক্ষণ আগে দেয়া তার ম্যাসেজ; "আমি কি সালামি পাবো?" ম্যাসেজটা দেখেই চমকে উঠলাম ! লাড্ডু এই প্রথম আমার কাছে কিছু চেয়েছে। ৪৩০ কিলোমিটার দূর থেকে সালামি চেয়েছে। শুধুই সালামি !
খুব ইচ্ছে করছে ছুটে গিয়ে তার সামনে দাঁড়াই। বয়সে বড় হয়েও নিঃসঙ্কোচে সে আমার পায়ে হাত দিয়ে সালাম করুক। আমি পকেটে থাকা সব টাকা তার হাতে দিয়ে বলি, "আমার যাবার ভাড়াটা"? সে মুচকি হেসে বলুক, "টাকা দিচ্ছিনা। দেখি আমাকে রেখে এবার কী করে যাস তুই"!
নিজেকে তোর কাছে সপে দিয়ে আমি হাজারবার অসহায় হয়ে যেতে চাই ! সত্যিই চাই। বড্ড ভালোবাসি যে ! অসহায় হবার ইচ্ছেটা পূরন করবি তো?
১২ ই জুলাই, ২০১৬ রাত ১১:০৯
অ্যালেন সাইফুল বলেছেন: আত্মকথা
২| ১২ ই জুলাই, ২০১৬ রাত ১১:০৭
অ্যালেন সাইফুল বলেছেন: আত্মকথা সাহেব।
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৬ রাত ১০:২৩
চাঁদগাজী বলেছেন:
গল্প, নাকি আত্মকথা? আত্মকথা হলে, আগামীতে একই ধরণের পোস্ট পড়তে হবে আমাকে বেশ কয়েকবার?