| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

আমি সমাজপতিদের বানানো কোনো নিয়ম মানিনা। আমি পতিতাদের সম্মান করি ! আমি সেসব স্বাধীনচেতা মেয়েদের সাহসিকতার প্রশংসা করি যাদের তোমরা বেশ্যা বলে গালি দাও ! আমি তাদের সাথেই আড্ডা দেই যাদের তোমরা বিধর্মী বলে ঘৃণা করো ! আমি তাদের সাথেও খাবার খাই যাদের শরীরের গন্ধে তোমাদের বমি আসে ! আমি তাদেরকেই ভালোবাসি যাদেরকে সমাজপতিদের নিয়মে ভালোবাসতে মানা !
আমি শুধু সমাজপতিদেরকেই ঘৃণা করি।
১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:১২
অ্যালেন সাইফুল বলেছেন: কথাগুলো দেয়ালে টানিয়ে রাখার মত! ভালোবাসা জানবেন।
২|
১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৭
চাঁদগাজী বলেছেন:
পাবলিক টয়লেটের দেয়ালে লাল ইটের টুকরা দিয়ে লিখে দিলে সুন্দর হবে।
৩|
১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৩
গেম চেঞ্জার বলেছেন: পারলে তো ভালই!
৪|
১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৫
সেলিম৮৩ বলেছেন: গাজীর চ্যাপ্টারটা কলংকিত।
রাম-বামের মতদর্শে যারা মানুষ তারাই সব জায়েজ করে ফেলে।
ঠিক সময়মত এই সমস্ত মতাদর্শের ভল্লুকগুলোর গলায় তাদের কৃতকর্ম ঝুলিয়ে দেয়া হবে।
অাধুনিকতার নামে সমস্ত ইহুদী-খৃষ্টানদের মতাদর্শ হৃদয়ে লালন করে নিজেদের খুব গর্বিত ভাবা ব্যক্তিরা টয়লেট ছাড়া কি বা ভাবতে শেখাবে?
৫|
১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪৮
চাঁদগাজী বলেছেন:
@সেলিম৮৩।
"সেলিম৮৩ বলেছেন: গাজীর চ্যাপ্টারটা কলংকিত। "
নাক লম্বা হলে সব যায়গায় লেগে যায়, দেয়ালের হয় দোষ।
৬|
১৪ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৭
সেলিম৮৩ বলেছেন: অাপনাকে হেয় করা অামার উদ্দেশ্য নয়।
অামি বলতে চাচ্ছি "গাজী" শব্দটা একটা ইসলামীক শব্দ।
যারা অাল্লাহর রাস্তায় জিহাদ করে জয়লাভ করে তারাই গাজী(জিহাদ কাকে বলে- এটা যারা না জানে তাদের জন্য লাইনটি প্রযোজ্য নয়)।
কিন্তু অাপনার কমেন্টস গুলো ইসলামের প্রতি বেশ একটা ঘৃনা বা তাচ্ছিল্যের দিকে ইঙ্গিত করে।
যেটা অাপনার নামের পরিচয় বহন করেনা।
অামি অাপনি যেহেতু মুসলমান ঘরের সন্তান-সেহেতু যতই ইসলাম বিরোধী মতাদর্শের ধারক-বাহক হই, মরার পর সেই ইসলামী
পদ্ধতিতে একজন ইসলামী মতাদর্শের মৌলভী, মুন্সি বা ঈমান না হলে লাশের কোন গতিই হবেনা।
সেই অর্থেই কলংকিত বলা হয়েছে।
তারপরও মনে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি।
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৭
সেলিম৮৩ বলেছেন: অাপনি কোন গ্রহের বাসিন্দা?
তালগোল পাকিয়ে ফেলেছেন দেখছি।
অাপনি পতিতাতের সম্মান করেন ঠিক অাছে কিন্তু যখন নিজের পরিবার থেকে কেউ এই পথ বেছে নেবে তখন তাকে নিশ্চই সম্মান করবেন না?
বিধর্মীদের ঘৃনা মুষ্টিমেয় কয়েকজন রক্ষণশীল টাইপের লোক ছাড়া কেউ করবেনা। বাট, অাড্ডা মারা নিশ্চই ভালো ছেলের লক্ষণ নয়।
যাদের গায়ের দূর্গন্ধে বমি অাসে তাদের সাথে অাপনি খান-এটা অাপনার কথার কথা। এটা অাপনাকে উদার করবেনা অাবার মানবতাবাদীও বলবেনা।
এমন শ্রেনীদের সেই গন্ধময় পরিবেশ থেকে তুলে এনে একটা দুর্গন্দমুক্ত পরিবেশ তৈরীর অান্দোলন করুন। ক্ষমতা থাকলে একটা দূর্গন্ধমুক্ত জীবন দান করুন।
অাবেগী স্টাইলের কথা কবিতার খাতায় মানায়।
ভালো থাকুন।