![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকালকের রাতটাই যেন একটা পরিপূর্ণ জীবন ছিল !
দীর্ঘদিন পরে সমু, চুগ্ধ, বদা পাল, লুলু আর আমি যেন আবার এক আত্মা হয়ে গিয়েছিলাম।
২ জনের খাবারে পাঁচ জনের ভাগ ! ২৫০ মি.লি. মাঠায় আর ৩০ টাকা দামের মিরিন্ডায় পাঁচ-পাঁচটা চুমুক; ৬ নাম্বার চুমুক দেবার জন্য আমার লাফালাফি ! সুযোগ মিলে গেলেই একে অপরকে খোঁচান ! অতিরিক্ত রাগের জন্য সমুকে বকাবকি ! আমার নির্লজ্জতা ! লুলুর নীরবতা ! বদা পালের কক অ্যাটাক ! চুগ্ধর প্রেমের গল্প ! ফেরদৌস ভাইয়ের লেখা বিশ্লেষণ ! এসব তো কম হলনা জীবনে !
তবে,
রাতের নীরবতায় রেল লাইনের সেই পথচলা আর ট্রেন দেখে ভয় পেয়ে দৌড় দেয়াটা যে বুড়ো বয়সে বুকের ভিতর ছোট্ট একটা ক্ষত তৈরি করবে তা একেবারে নিশ্চিত।
কার্ড খেলে আর গল্প করে কাটিয়ে দেবার মত একটু সময় পেলেও হয়ত প্রিয় মানুষগুলোর মধ্যে থেকে অনেককেই পাবো না একসময় !
সে যাইহোক ! তোদের আগে মরে গেলে অনেক কষ্ট হবে আমার। কেননা, তোদের মত কয়েকটা বাঁদরকে ছেড়ে হয়ত স্বর্গে গিয়েও শান্তিতে থাকতে পারব না।
৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫০
অ্যালেন সাইফুল বলেছেন: দোয়ার দরখাস্ত রইল।
২| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪৬
বিজন রয় বলেছেন: ছবিটি সেইরকম!!
৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫১
অ্যালেন সাইফুল বলেছেন: আমার অনেক পছন্দের।
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৮
শামছুল ইসলাম বলেছেন:
//কার্ড খেলে আর গল্প করে কাটিয়ে দেবার মত একটু সময় পেলেও হয়ত প্রিয় মানুষগুলোর মধ্যে থেকে অনেককেই পাবো না একসময় ! // - স্মৃতিরা উঁকি দেয়, জ্বালাতন করে।
সুন্দর !!!
এটা কি গদ্য কবিতা?
ভাল থাকুন। সবসময়।
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩৪
বিজন রয় বলেছেন: আপনার এই শান্তিময় জীবন অটুট থাকুক।
আপনার জন্য শুভকামনা।