![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সে আমাকে ভুলেই গেছে কিন্তু আমি কেমন করে তাকে ভুলে যাব সেটা বলে যায়নি। দোয়া করি সে যেখানেই থাকে যেন অনেক অনেক ভাল থাকে, সুখে থাকে।"
রাজ আহমেদ।
"তাকে দূরে রাখতে পারব কিন্তু কখনও ভুলে থাকতে পারব না।"
রবিন খান।
"তাকে ভোলা যাবেনা দেখেই মনের মাঝে রেখে জীবন পার করছি।"
সানিয়া আকতার।
"Sorry Basanti, I can't live without you. I can't stop thingking about you. I can't stop wishing you were here. I can't stop loving you. It doesn't matter where you go in life. I miss you."
আমির সোহেল।
উপরের লেখাটুকুকে আমার 'ভালবাসা' বলে স্বীকৃতি দিতে ইচ্ছা করছে। কারণ এই লেখাটুকুর মাঝে আমি অনেক বেশি ভালবাসা খুঁজে পেয়েছি। ব্যর্থ প্রেমিক প্রেমিকার নির্মল ভালবাসা।
উপরের লেখাটুকু যারা লিখেছে তারা একসময় স্বপ্ন দেখত। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে লজ্জা পেত। রাত জেগে কবিতা লেখার বৃথা চেষ্টা করে চেহারার কোমলতা নষ্ট করত। প্রেমিকার মুখের হাসির জন্য লাল রংয়ের কাঁচের চুড়ি কিনে খুব যত্নে লুকিয়ে রাখত। প্রেমিকের আবদার রাখতে কলঙ্কের ভয়কে ঠেলে দিয়ে বট গাছটার নিচে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকত।
এই সুন্দর ব্যাপারগুলো এখন তাদের জন্য ভয়ংকর কষ্টের। কেননা তারা হেরে গেছে প্রতারণার কাছে। অসুন্দররা হেরে গেছে সুন্দরদের কাছে।
প্রতারণার কাছে সত্যিকারের ভালবাসা এখনও অসহায় ! আমাদের বানানো ভালবাসার নিয়মটা বড্ড বেশি ঘৃণ্য। এই নিয়মে অসুন্দররা সুন্দরদের ভালবাসতে পারবে না, সুন্দররা অসুন্দরদের ভালবাসতে পারবে না। কখনই না। যদি ভুল করেও সুন্দর আর অসুন্দরের মধ্যে প্রেম হয়ে যায় তাহলে সেটাও বেশিদিন টিকবে না আশেপাশের মানুষদের যন্ত্রণায়।
আমাদের নিয়মে সকল কাপলদের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। ছেলেটা কালো হলে মেয়েটা কখনই সুন্দর হতে পারবে না। মেয়েটাকেও কালো হতে হবে !
আবার ছেলেটা সুন্দর হলে মেয়েটা কখনওই কালো হতে পারবে না। মেয়েটাকেও ছেলেটার মত সুন্দর হতে হবে !
আমি অনেক ছেলেমেয়েকে চিনি যারা নিজেদের থেকে অন্যকে নিয়ে বেশি চিন্তিত। অপুকে ভালবাসার মত কোন যোগ্যতা যে রোদেলার নেই এটা নিয়ে সবথেকে বেশি হতাশায় ভুগছে অপুর বন্ধ হাসিব। আবার রূপা যে আশিকের থেকে ভাল ছেলেকে জীবনসঙ্গী হিসেবে পেতে পারে সেটা নিয়ে সবথেকে বেশি চিন্তিত রূপার বান্ধবী রুনা।
আমি জানি; আপনিও নিজের থেকে অন্যকে নিয়ে বেশি চিন্তা করেন। এগুলো বন্ধ করুন। প্রিয় মানুষদের প্রেমিক বা প্রেমিকাকে দেখে ভাল মন্তব্য করুণ। অসুন্দর মানুষটাকে সুন্দর মানুষের ভালবাসা পাবার সুযোগ দিন। দেখবেন, চারিদিকটা কেমন বিশুদ্ধ ভালবাসায় ভরে উঠবে।
©somewhere in net ltd.