![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইংরেজি ডিকশনারি অনুযায়ী 'White Fang' শব্দটার মানে 'সাপের বিষাক্ত সাদা দাঁত'।
কিন্তু, সাহিত্যপ্রেমীদের কাছে "White Fang" মানে এক মাদকদ্রব্য। যে মাদকদ্রব্যের রচয়িতা 'জ্যাক লন্ডন'।
ধন্যবাদ, Simon সাহেব, আমাকে এই বইখানা সাজেস্ট করার জন্য। আপনার জন্যই আমি এক অদ্ভুত মাদকের স্বাদ পেয়েছি।
হিংস্র নেকড়ের জীবনের গল্প এমনভাবে বইয়ের মলাটে আবদ্ধ করা যায় তা এই বই না পড়লে জানাই হত না।
রিভিউ ছাড়াই বইটা আপনাদের সাজেস্ট করলাম। বইপোকারা যত দ্রুত সম্ভব পড়ে ফেলুন। এমন বই না পড়লে জীবনটা অপূর্ণ থেকে যাবে।
বইয়ের নাম : White Fang
লেখকের নাম : জ্যাক লন্ডন।
অনুবাদ : সেবা প্রকাশনী।
পৃষ্ঠা : ২১২
©somewhere in net ltd.