নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/allen.saiful

অ্যালেন সাইফুল

An inhuman never explain himself.

অ্যালেন সাইফুল › বিস্তারিত পোস্টঃ

বাউণ্ডুলে ৬। আরিফের ভালবাসা।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:২৮


"আমার ভালবাসার সবটুকু মেঘ
তোমার আকাশে ভীর করেছে।
বৃষ্টি হয়ে ঝরবো না আজ
থাকবো তোমায় আঁকড়ে ধরে।"

বইয়ের প্রথম পাতাটায় আরিফ নামের কেউ একজন এই লেখাটুকু লিখেছেন। আমার অসাড় মস্তিষ্কের ধারণা, এই মানুষটা হয়ত অনেক আবেগ নিয়ে, এই লেখাটুকু লিখে বইটা তার খুব প্রিয় কাউকে ভালবাসার নিদর্শন হিসেবে দিয়েছিল। আফসোস ! মানুষের ভালবাসাও আজকাল সস্তা ধরে বিক্রি হয় !
৬৫ টাকা দামের বইটা পুরানো বইয়ের দোকানে বিক্রি করলে কত টাকা পাওয়া যায় তা আমি বলতে পারব না। তবে এটুকু বলতে পারি, ৬৫ টাকা দামের একটা বইয়ের প্রথম পাতায়, উপরিউক্ত লাইন ৪ টা লাইন লিখে কাউকে উপহার দিলে মুহূর্তেই বইটা একটা মানুষের জীবনের সমান মূল্যবান হয়ে যায়।

আসুন একটা গেইম খেলি !
ধরুন, আপনিই আরিফ। একটা রাত নির্ঘুম পার করে সিদ্ধান্ত নিলেন, একটা বই উপহার দিয়ে প্রিয়তমাকে চমকে দিবেন। যেই ভাবা সেই কাজ। ড্রয়ারের কোণে পরে থাকা জমানো টাকাগুলো উঠিয়ে হিসেব করে দেখলেন সেখানে ৭০ টাকা আছে। মৃদু হেসে টাকাগুলো মুষ্টিবদ্ধ করে চলে গেলেন নীলক্ষেত। অনেক দোকান ঘুরে ৬৫ টাকা দিয়ে একটা বই কিনলেন। বই কেনার পরে অবশিষ্ট ৫ টাকা দিয়ে একটা বাংলাদেশ প্রতিদিন নিয়ে বাসায় ফিরলেন। এরপর আরো দুই রাত না ঘুমিয়ে ৪ লাইন রচনা করলেন প্রিয়তমাকে উদ্দেশ্য করে।
দুদিন পরে ক্লাসের ফাঁকে প্রিয়তমার ব্যাগের মধ্যে লুকিয়ে রেখে দিলেন বইটা। ক্লাস শেষে বাড়ি ফিরে আপনার কোন কাজই ঠিকমত হচ্ছেনা। মাথার মধ্যে একটাই চিন্তা; বইটা পেয়ে ও খুশি হবে তো?
ওদিকে, যাকে আপনি বইটা দিয়েছেন সে আপনাকে সহ্যই করতে পারেনা। আর এই কারণে, সে আপনার দেয়া ভালবাসাটুকু বিক্রি করে বন্ধুদের নিয়ে বাদাম খেয়ে ফেলেছে। হা হা হা।



আরিফের বিক্রি হয়ে যাওয়া এই ভালবাসাটুকু আমি সেদিন কিনে এনেছি। এই ভালবাসাটুকু জুড়ে আছে ২৭ টা ক্ষুদেগল্প। গল্পগুলো পড়েছি আর ভেবেছি।
ক্ষমতার অপব্যবহার আর দরিদ্রের দুর্বিষহ জীবন নিয়ে ভাবতে চাইলে বইটা পড়তে পারেন।

বইয়ের নাম : বাউণ্ডুলে ৬।
লেখক : সুমন্ত আসলাম।
পৃষ্ঠা : ৬৮
দাম : ৬৫
রেটিং : ৪.৫/৫

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৭

মো:সাব্বির হোসাইন বলেছেন: হা হা হা!!

ভালো লাগলো।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৩

অ্যালেন সাইফুল বলেছেন: সকালের শুভেচ্ছা রইল।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১২

আনু মোল্লাহ বলেছেন: পুরনো বইয়ের মত পুরনো ভালবাসা বিক্রি হয়ে যায় সের দরে।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩২

কাব্য প্রিয় মঈন বলেছেন: লিখা পড়ে এবং আপনার ব্যবহারে অনেক ভাল লাগল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.