নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/allen.saiful

অ্যালেন সাইফুল

An inhuman never explain himself.

অ্যালেন সাইফুল › বিস্তারিত পোস্টঃ

পৃথিবী এবং সর্বশেষ মানুষটার জন্য দুঃখ হয়

২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৯


যেহেতু আমি সাতাশ দিন ধরে অসুস্থ এবং আমিই পৃথিবীর সর্বশেষ মানুষ
গত ১৩ দিন আমি আমার কবিতা খেয়ে বেঁচে আছি
এবং আজ থেকে খাওয়া শুরু করেছি আমার শরীরের মাংস।

আমি কখনও মারা যাইনি এবং যারা মরে গ্যাছে
তারা আমাকে বলেনি মৃত্যুর পরে কী ঘটে !
আমি ধর্মগ্রন্থ পড়ে জেনেছি পরকালের কথা।
জাহান্নামের কথা ভেবে মরতে আমার ভীষণ ভয় বলে
নিজের মাংস খেয়ে চালাচ্ছি বেঁচে থাকার শেষ চেষ্টা।

আজ সকাল থেকে ভাবছি, আমার মৃত্যুর পরে এই সুন্দর পৃথিবীটার কী হবে!
পৃথিবী কি ভুগবে না একাকীত্বের যন্ত্রণায়?
সব হারানোর কষ্টে কি আর্তনাদ করে উঠবে না পৃথিবী?
প্রেমিকারা জাহান্নামে আছে ভেবে কি কেপে উঠবে না পৃথিবীর বুক?
শূন্য একটা পৃথিবীকে সৌরজগতের অন্যান্য গ্রহ'রা কি মেনে নেবে!?
বৃহস্পতি, শনি, শুক্র, বুধ কি গলা টিপে হত্যা করবে না পৃথিবীকে?

যেহেতু আমিই পৃথিবীর সর্বশেষ মানুষ-
পৃথিবীর কথা ভেবে আমার খুব দুঃখ হয়।

পৃথিবীর দুঃখে এখন আমি মৃত-
আমার লাশ পরে আছে আমার প্রিয় রডোডেনড্রন গাছটার নিচে।
আমিই পৃথিবীর সর্বশেষ মানুষ বলে,
আমার লাশ কবর দেয়ার জন্য খুঁজে পাচ্ছিনা কোন মুসলিম
পুড়ে ফেলার জন্য মিলছে না কোন হিন্দু।
অতএব, শবদাহ হীন আমি পরে আছি পৃথিবীতেই।

শূন্য পৃথিবী এবং সর্বশেষ মানুষটার কথা ভেবে
আমার ভীষণ দুঃখ হয়।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫০

শামীম সরদার নিশু বলেছেন: চমৎকার প্রকাশ। শুভকামনা রইল আপনার জন্য।

আমার প্রোফাইল থেকে ঘুড়ে আসবেন। আমি সামুতে নতুন।

২| ২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:১০

আনিসা নাসরীন বলেছেন: অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম।

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৯

অ্যালেন সাইফুল বলেছেন: দোয়া করবেন যেন ভাল লাগা অর্জন করার মত আরো লিখতে পারি।

৩| ২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: শূন্য পৃথিবী এবং সর্বশেষ মানুষটার কথা ভেবে
আমার ভীষণ দুঃখ হয়।

ভাল লাগা

+++

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৯

অ্যালেন সাইফুল বলেছেন: ভালবাসা রইল আপনার জন্য।

৪| ২০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক কষ্টের পর মন থেকে এমন চিন্তা বের হয়েছে। দারুণ লিখেছেন ভাই।

পৃথিবীতে সত্যিই আজ মানুষের বড় অভাব!
আমরা মানুষ হবো কবে! কবে হবে মানুষের মনের ভেতরের পশুটার মরণ! গড়ে উঠবে মানুষের পৃথিবী!

আপনার লেখায় ভালোবাসা রেখে গেলাম।
আপনার জন্যও শুভকামনা রইল।

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২১

অ্যালেন সাইফুল বলেছেন: পনার মন্তব্যে আমি যেন আরো অনেক দূর হাটার সাহস পেলাম। ভালবাসা জানবেন।

৫| ২১ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৮

ধ্রুবক আলো বলেছেন: কবিতায় +++।
দারুন লিখেছেন, শুভ কামনা রইলো

২১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৩

অ্যালেন সাইফুল বলেছেন: ভালবাসা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.