নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/allen.saiful

অ্যালেন সাইফুল

An inhuman never explain himself.

অ্যালেন সাইফুল › বিস্তারিত পোস্টঃ

অনাহারে কবি\'র মৃত্যু

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩১


দুশ্চিন্তাগ্রস্ত আমি পোষা বিড়ালের হিংস্র চাহনিতেও আঁতকে উঠি;
যমদূত বুকে মাড়া দিয়ে হৃদপিণ্ড নিয়ে যাচ্ছে ভেবে।

প্রতিরাতে আমি যখন মাতাল হই
পরমেশ তখন আমার সামনে উপস্থিত হন।
সিগারেটের প্যাকেট খুলে অসহায় আমি বলি-
এ পাড়ায় বড্ড অভাব পরমেশ
সিগারেট ছাড়া আর কিছুই নেই।

পরমেশ সিগারেট উপেক্ষা করে আমার কবিতা নিয়ে বসে
কবিতা'র নেশা নাকি সিগারেটের চেয়েও মারাত্মক।
আমি হো হো করে হেসে উঠে বসি।
আতংকিত আমার কপালে জমে থাকা বিন্দু বিন্দু বেহায়া ঘাম যেন বলে,
আমি মাত্রই কোন আত্মজা'কে ধর্ষণ করে উঠলাম !

পরমেশ আমার স্বপ্নে আসে মানে ওঁ আমায় ডাকছে
এবং ওঁর ইচ্ছাতেই আগামীকাল আমার দেহান্ত হবে।
পুনশ্চ, সে দেহান্ত হবে সবচে নির্মম, কারণ-
ফাঁকা পকেটে কবিতা আসলেও খাবার আসেনা।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৪

আহমেদ জী এস বলেছেন: অ্যালেন সাইফুল ,




কবিতা'র নেশা নাকি সিগারেটের চেয়েও মারাত্মক।

সুন্দর লিখেছেন ।
তবে এই লাইনে .... যমদূত বুকে মাড়া দিয়ে হৃদপিণ্ড নিয়ে যাচ্ছে ভেবে.. তে "মাড়া" শব্দটি কেমন যেন মনে হলো !
+

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১১

অ্যালেন সাইফুল বলেছেন: কী লিখে ঠিক করা যায় একটু বলুন তো। বেশ উপকার হত।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩২

ANIKAT KAMAL বলেছেন: তবুও অসম্ভব সুন্দ‌রের ভা‌লোলাগা ক‌বিতা

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:১৬

অ্যালেন সাইফুল বলেছেন: কবিতা আসলেই ভাললাগার।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৫৮

পাজী-পোলা বলেছেন: মাড়..........পাড়া......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.