![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
০১)
কবিতা'র দেয়া সর্বশেষ সাক্ষ্য অনুযায়ী,
গতকাল আমার দেহান্তের কথা ছিল।
কবিতা'রা মিথ্যে সাক্ষ্য দেয়না অথচ
আমি আজকেও লিখছি
অতএব, ফেব্রুয়ারি'র ৭ তারিখে আমি নতুন করে জন্মেছি।
০২)
আমার নিথর দেহটা নিয়ে কুকুরেরা যখন আত্মচিৎকার করবে
কেবল তখনই আমি নিজেকে 'কবি' ভাবব
উল্লেখ্য; ওটাই হবে আদি এবং অন্ত।
০৩)
এবং সাক্ষ্য দিচ্ছি যে; পুরুষের লালসা নয় বরং নারীর আধুনিক পোশাকই ধর্ষণের প্রধান কারন।
অতঃপর, ঘুমানোর আগমুহূর্তে নিজের কাছে আমার সর্বশেষ প্রশ্ন, 'পাগলিনী'র গর্ভে কার সন্তান?'
০৪)
প্রেমিকা হিসেবে সিটি কর্পোরেশনে কর্মরত মহিলা'রা এগিয়ে-
প্রথম প্রেমে এরা প্রেমিকের দুঃখ কুড়িয়ে ফেলতে জানে।
০৫)
দুঃশ্চিন্তা মস্তিষ্কে গেঁথে রেখে হাসিমুখে অভিনয় করে যাওয়া মানুষগুলোকে আমরা বলি- মধ্যবিত্ত। সম্ভবত এদের পরিচয় সবচে নিখুঁতভাবে প্রকাশ পায় 'অভিনেতা' শব্দটা দিয়ে।
'অস্কার' কেবল মিডিয়া মাতানো অভিনেতাদের জন্য রাখা হয়েছে বলে আমার ভীষণ দুঃখ হয়।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৮
অ্যালেন সাইফুল বলেছেন: ালবাসা জানবেন।
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৫
সুমন কর বলেছেন: ০৫ বেশি ভালো লেগেছে। +।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৯
অ্যালেন সাইফুল বলেছেন: কৃতজ্ঞ।
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪১
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: টুকরো লিখায় তীক্ষ্ণ চিন্তার প্রকাশ। শুভকামনা।