নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/allen.saiful

অ্যালেন সাইফুল

An inhuman never explain himself.

অ্যালেন সাইফুল › বিস্তারিত পোস্টঃ

ঘুমেশ্বর

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৫


ফোনের ওপাশে "পলা" ঘুমিয়ে গ্যাছে-
সে ভালো আছে জানি।
ঘুমে নাক ডাকছে অনীশ
ওর মানিব্যাগ ভর্তি স্বপ্ন।

রাস্তার মোড়ে ঘুমাচ্ছে যে ভিখিরী
ওঁর চোখে নরকের অন্ধকার ।
ক্যাবল হাত দুটোয় রয়েছে পেলব স্মৃতি
বস্তুত, ঘুম একজন ঈশ্বর যিনি
আশেপাশে থাকেন অথচ পাপীদের ধরা দ্যান না।

আমি পাপী কারণ
ঘুমেশ্বর এর প্রেমিকাকে কল্পনা করে
স্বপ্নে তার সাথে সঙ্গম কোরেছিলাম।
তাঁর সে প্রেমিকা'র নাম ছিল, "পলা"।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৯

নাগরিক কবি বলেছেন: ভাল লেগেছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৩৪

অ্যালেন সাইফুল বলেছেন: ভালবাসা রইল।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পলা ভাগ্যবানই ছিল মনে হচ্ছে, এতে পাপের কি আছে, স্বপ্নেই তো! স্বপ্নে তো কত কিছুই হতে পারে।


রাস্তার মোড়ে ঘুমাচ্ছে যে ভিখিরী
ওঁর চোখে নরকের অন্ধকার ।
ক্যাবল হাত দুটোয় রয়েছে পেলব স্মৃতি
বস্তুত, ঘুম একজন ঈশ্বর যিনি
আশেপাশে থাকেন অথচ পাপীদের ধরা দ্যান না।' - কথা গুলো অসাধারণ হয়েছে। মুগ্ধতা রইল কবিতায়।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৩৪

অ্যালেন সাইফুল বলেছেন: ঘুমেশ্বর এটাকেই পাপ হিসেবে বিবেচনা করেন।
ভালবাসা এবং কৃতজ্ঞতা রইল।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩১

তানজির খান বলেছেন: খুব ভাল লিখেছিস। ব্লগে এখন কম আসা হয়, তোকে খুঁজে নিলাম তবুও।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৩৩

অ্যালেন সাইফুল বলেছেন: ভাই ভাইকে খুঁজে নেবে এটাই স্বাভাবিক।
অনেকটা ভালবেসে ফেলেছি, দাদা। আলাদা একটা জায়গা তৈরি হয়েছে আপনার জন্যে- ঠিক বুকের বাম পাশটায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.