![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ্ঞাবহ পিশাচ খুন করে করে হচ্ছি খুনি
তৈরি থেক লিঁ
একদিন তোমাকে খুন করব।
খুন করব তোমার অবাধ্য চুল-
গন্ধের কী অহংকার !
খুন করে ফেলব তোমার চোখ-
সুন্দর দেখতে চাইবার কী লোভ !
খুন করে ফেলব তোমার ঠোঁট-
চুমুর মত পবিত্র জিনিস নিয়ে কার্পণ্য!?
হাসি পাচ্ছে,
তোমার যে অভ্যেস
ভয়ে রাতে দুচোখ ঝিনুকের খোলসের মত বন্ধ হবে তো?
তোমাকে নিয়ে দ্যাখা সকল স্বপ্ন জবাই করে করে হচ্ছি খুনি
তৈরি থেকো লিঁ
একদিন তোমাকে খুন করব।
'আল্লাহু আকবর' বলে,
ছুড়ি চালিয়ে দেব তোমার হৃদয়ে-
কত খদ্দেরের যে লেনদেন ওখানে !
ছুড়ি চালিয়ে দেব বুকে-
কত কৃষ্ণের যে দাবি ওখানে !
নগ্ন তোমাকে বেঁধে রেখে, ১৯ হাজার হিংস্র নেকড়ে ছেড়ে দেব তোমার শরীরে
একবার অন্তত হাসো; অভিনব উপায়ে মারা যাচ্ছ ভেবে।
করুণা ভিক্ষে করে লাভ নেই-
মৃত্যুটা তোমাকে মেনে নিতেই হবে লিঁ।
আমি যে জেনেছি,
একমাত্র প্রেমিকা'র খুনই এনে দিতে পারে 'সেচ্ছামৃত্যু'।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১১
অ্যালেন সাইফুল বলেছেন: আমাকে? লিঁ কে? নাকি কবিতা টাকে? হা হা হা
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৯
শামীম সরদার নিশু বলেছেন: ভালো লাগা রেখে গেলাম
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৩
অ্যালেন সাইফুল বলেছেন: ভালবাসা রেখে গেলাম।
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৯
শামীম সরদার নিশু বলেছেন: ভালো লাগা রেখে গেলাম
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৪
অ্যালেন সাইফুল বলেছেন: ভালবাসা রেখে গেলাম।
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৪
নাগরিক কবি বলেছেন: লিঁ আর আপনি থাকুন আপনাদের মত। আমি কবিতাটাকেই নিয়ে গেলাম।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪২
অ্যালেন সাইফুল বলেছেন: আচ্ছা।
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধতা
+++++++++++
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১১
অ্যালেন সাইফুল বলেছেন: ভালবাসা।
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৬
বিলিয়ার রহমান বলেছেন: অ্যালেন সাইফুল
এমন একটা লেখা লিখেছেন যেটা একরাশ মুগ্ধতা নিয়ে পাঠ করেছি! এমন লেখায় একটা লাইক না দিয়ে গেলে লেখককে ঠকানো হয়!
তাই এ কবিতায় লাইক!
প্লাস
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫০
অ্যালেন সাইফুল বলেছেন: অনেক অনেক ভালবাসা, বস।
৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৭
হাসনাতুল বলেছেন: 'আল্লাহু আকবর' বলে,
ছুড়ি চালিয়ে দেব তোমার হৃদয়ে-
কত খদ্দেরের যে লেনদেন ওখানে !
ছুড়ি চালিয়ে দেব বুকে-
কত কৃষ্ণের যে দাবি ওখানে !
ভালো লাগা রইল।। কবিতায় ++++
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৪
অ্যালেন সাইফুল বলেছেন: ভালবাসা রইল অনেক।
৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৯
আমিই মিসির আলী বলেছেন:
এতকিছু করবেন!!!
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩২
নাগরিক কবি বলেছেন: ভাই আমি মুগ্ধ। চুরি করার ইচ্ছে হচ্ছে।