নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/allen.saiful

অ্যালেন সাইফুল

An inhuman never explain himself.

অ্যালেন সাইফুল › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৮


রিক্ত হাতে একটুআধটু করে তোমার কাছে যাচ্ছি- আলিঙ্গন করব ভেবে।
সূর্যালোকে দুচোখ আলোকিত হবার আগেই জেনেছি;
কেবল তোমাকে ছুঁয়ে দ্যাখবার জন্যই আমি মায়ের অন্ধকার প্রকোষ্ঠে এসেছি
বাবা এবং মায়ের অনিচ্ছায়।

'নাউজুবিল্লা' বলে উঠবে জেনে,
বাবা এবং আমি একইসঙ্গে ছুটছি তোমাকে আপন করে পাবার জন্য।
শুনেছি, বাবা চান তাঁর আর আমার সঙ্গমগৃহ হবে পাশাপাশি এবং
আমাদের মধ্যে যেকোন একজন তোমার সঙ্গে প্রথমে মিলিত হবে- সে গৃহে।

বাবা'কে হারিয়ে দিয়ে তোমাকে জিতে নিতে হলে একমাত্র প্রতিবন্ধক স্বর্গ।
ধর্মমতে, স্বর্গ তাদের কাছে ধরা দেয়না যারা স্বেচ্ছায় তোমার সাথে মিলিত হয়, প্রিয়তমা।
যেহেতু মানুষকে অনুসরণ করতে হয় মানুষেরই বানানো কিছু নিয়ম
সেহেতু বাবার আগে তোমার মোড়ক উন্মোচন করাটা আমার জন্য ভীষণ অপরাধ।

আমাকে যদি ভালোবাসো তবে জেনে রাখো;
প্রেমিকের বিপদে প্রেমিকার এগিয়ে আসতে হয়।
এগিয়ে আসো আমার প্রিয়তমা- মৃত্যু
আমি তোমার উষ্ণ স্পর্শে নিজেকে শীতল করতে চাই।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

শামীম সরদার নিশু বলেছেন: অটুট থাকুক পবিত্র ভালবাসার বন্ধনগুলো।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

অ্যালেন সাইফুল বলেছেন: আচ্ছা। B-)

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২২

প্রথমকথা বলেছেন:


সুন্দর এবং ব্যতিক্রম। ভাল থাকবেন কবি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৩

অ্যালেন সাইফুল বলেছেন: ভাল থাকবেন আপনিও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.