![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মা যখন আমার লেখা কবিতা পড়ে শোনাবেন বাবাকে
(প্রেমিকা'কে ছুঁয়ে কসম খেয়ে বলতে পারি)
বাবা তখন ভ্রু কুচকে
বলবেন, আমাদের ছেলে এতো নষ্ট হয়ে গ্যাছে!?
মায়েরা মায়াবতী হয় বলে
বাবাকে তখন ধমক দিয়ে বলবেন, "কবিতা বোঝো"?
ফাইভ পাশ একজন মানুষ আর কীইবা বোঝে-
ভাববেন বাবা।
পরক্ষণেই মা দাঁতে দাঁত কামড়ে পড়বেন,
"মায়ায়ারিইজুয়ায়ানার চাষ করবো"।
"আগেই বলেছিলাম ছেলে নষ্ট হয়ে গ্যাছে"
বাবার এমন চিৎকারে মা জিজ্ঞেস করবেন-
এমন করে চ্যাঁচালে ক্যান?
তোমার ছেলে গাঁজা খায়, নিরূপমা।
বাবার গর্ব, একরাতে যাত্রাপালার মাঠে প্রিয় বন্ধুর থেকে
তিনি জেনেছিলেন, মারিজুয়ানার মানে।
মায়ের লজ্জা, একরাতে শব্দের মাঠে আমার কলম থেকে
পাণ্ডুলিপি জেনেছিলেন, আমি মারিজুয়ানার চাষ করতে চাই।
ভাবছি, মায়ের জন্য একদিন-
"মারিজুয়ানা ক্যান্সারের প্রতিষেধক" শিরোনামে একটা কবিতা লিখবো।
০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮
অ্যালেন সাইফুল বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর।
ভালো লাগলো।