![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'একটু আগেই বৃষ্টি এসেছিলো'-
কথাটা এমনভাবে বলা হলো যেন বৃষ্টি কোনো মেয়ে !
আমি জিজ্ঞেস করলাম, বৃষ্টি কে?
একটা অস্বাভাবিক হাসি লাথি মেরে বললো; আহাম্মক।
বৃষ্টি'কে রমণী ভেবে যে ভুল করে- সে ভুগছে মন খারাপে।
আচমকা আসা বৃষ্টিতে যে কামুক হয়না- সে মৃত্যু ভালোবাসে।
লাইনদুটো পড়া হয়নি অনেকের;
আমি আগে লেখিনি বলেই- মূর্খ ভেবে গালি দিতে পারিনা কাউকে।
পাশাপাশি শুয়ে থেকেও যার জানা হলোনা আমাকে
সে একজন মিথবিশ্বাসী; অপেক্ষা করে স্বর্গট্রেনের।
বৃষ্টি এসেছিলো শুনে যে আহাম্মক হয়
সে একজন ঈশ্বরানুরাগী; আক্ষেপ করে নাম্বার মুছে যাওয়া অচল টিকেটের।
১২ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৫
অ্যালেন সাইফুল বলেছেন: এখন তো জানলেন।
২| ১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
চাঁদগাজী বলেছেন:
শিরোনাম পড়েই মুগ্ধ, পরেরটুকু পরে পড়বো।
১২ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৫
অ্যালেন সাইফুল বলেছেন: ধনবাদ সাহেব।
৩| ১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
আরিফুর রহমান রিপন বলেছেন: বৃষ্টি'কে রমণী ভেবে যে ভুল করে- সে ভুগছে মন খারাপে। ভাল লাগা।
১২ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৬
অ্যালেন সাইফুল বলেছেন: ধনবাদ সাহেব।
৪| ১১ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
১২ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৬
অ্যালেন সাইফুল বলেছেন: ধনবাদ সাহেব।
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭
হাতুড়ে লেখক বলেছেন: সুন্দর! আপনি এখানে আছেন জানতাম না তো!!