![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে পেটে ধরার অপরাধে
মায়ের যে হাত কেটে দিয়েছিলেন বাবা
সে হাত নিয়ে গিয়ে পাতলাম ঈশ্বরের কাছে
বললাম, বদহজমে ভুগছি
কারণ, অতিরিক্ত ভালোবাসা গিলে ফেলেছি গত ১৮ টা মাস-
আমাকে কি দেবেন আপনার শরীরের একটু ঘাম?
এক কবি'র থেকে জেনে এসেছি,
ঈশ্বরীয় ঘাম নাকি কাজ করে হজমের ওষুধ হিসেবে।
আমাতে বিমুখ প্রেমিকা'র ঈশ্বর,
গতানুগতিক কবিঘৃণায় মাতাল হয়ে
অবজ্ঞার হাসি হেসে, না সূচক মাথা নাড়লেন
দেখে, আমি আবারো বুঝলাম
ঈশ্বর কবিদের ঘৃণা করেন বলেই
তৈরি করেছিলেন সাত সাতটা নরক।
২| ২৫ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৪৬
আমিনুল ইসলাম500 বলেছেন: nice
৩| ২৫ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৫৪
জাহিদ অনিক বলেছেন: কবিরা কি তবে তর তর করে নরকের দিকেই ধাবিত হচ্ছে ?
৪| ২৫ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৪২
ধ্রুবক আলো বলেছেন: ঈশ্বর কবিদের ঘৃণা করেন বলেই
তৈরি করেছিলেন সাত সাতটা নরক।
-কিভাবে বুঝলেন, বা জানলেন?
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৭ দুপুর ১:৩৯
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর লিখেছেন