![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চারুদি,
শুনলাম, তুই হুট করে সবকিছু ছেঁড়ে দিয়ে বাউল হতে চাস। এমন একটা কথা শুনে আমার চমকে ওঠা উচিত ছিলো। কিন্তু পারলাম না।
কবিতা ভালো না বাসলে কেউ এমন কথা বলতে পারেনা বলেই আমার ধারণা। সেদিক থেকে আমি তোকে অনুভব করতে পারছি; আমার সৌভাগ্য।
যাইহোক, শেষ করার আগে তোকে একটা পরামর্শ দেই;
কবিতা এত ভালোবাসতে নেই। কবিতা ভালোবাসলে স্বর্গ ভুলে যেতে হয়। আর খুব যত্নে নরক পুষে রাখতে হয় বুকের মধ্যে- যেভাবে মা পুষে রাখে সন্তানকে। এ বড় ঘৃণ্য কাজ। এসব করলে মানুষ তোকে ঘৃণা করবে আর মনে রাখবে আমার মত কিছুসংখ্যক না-মানুষ। এটা অবশ্যই সুখকর নয়, পাগলি। অতএব, ভালোবাসতে শেখ স্বর্গ আর ঘৃণা করতে শুরু কর কবিতা।
তোর মঙ্গল কামনায়।
অ্যালেন সাইফুল।
২৭ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৫
অ্যালেন সাইফুল বলেছেন: হ্যাঁ দিদি।
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২৮
কানিজ ফাতেমা বলেছেন: সহমত ।
কবিতা অথবা নিজস্বতা নিয়ে বেঁচে থাকার ইচ্ছে হচ্ছে একধরনের অসুখ ।