![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাধবী?
বলো।
আলোটা নিভিয়ে দিয়ে বসো। আমার অন্ধকার চাই। খুব অন্ধকার।
কী হলো হুট করে ! বলবে কিছু?
বলবো। তার আগে দুরে সরে বসো। এত কাছে বসলে ক্যান?
কী হয়েছে তোমার?
এখনও কিছু হয়নি তবে একটুপর হবে।
কী?
আমার সবচে প্রিয় প্রেমিকা আমার কাছে আসবে। একটুপরে আমি তার স্পর্শে তোমাকে ভুলে যাবো।
কে সে? কে এমন আছে যাকে তুমি আমার থেকেও বেশি ভালোবাসো?
মৃত্যু।
মৃত্যু?
হ্যাঁ, মৃত্যুই একমাত্র প্রেমিকা যাকে আমি তোমার চে বেশি ভালোবাসি।
তুমি মরে গ্যালে আমার কী হবে?
বেঁচে যাবে।
বেঁচে যাবো !?
অভিনয় বাদ দিয়ে চুপ করে বসো, মাধবী। আরো ভাবো, অমলের কথা। আমার সাথে খাটে শুয়ে থেকেও তুমি তার স্পর্শ চাও সে আমি জানি।
কী পান করছো তুমি?
মৃত্যু।
হেমাঙ্গ?
এ নামটা মুছে দাও।
২৯ শে মার্চ, ২০১৭ রাত ১২:৩৩
অ্যালেন সাইফুল বলেছেন: ভালোবাসা রইলো।
২| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ১২:৪২
মোহাম্মদ সোহেল আহমেদ বলেছেন: আপনার প্রতিও ।
৩| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ১:১০
সুমন কর বলেছেন: নীরবে মৃত্যু এসে, যদি ছুঁয়ে যেত....!
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৭ রাত ১২:২০
মোহাম্মদ সোহেল আহমেদ বলেছেন: আমার সাথে খাটে শুয়ে থেকেও তুমি তার স্পর্শ চাও সে আমি জানি।
অতি বাস্তবতা যা আপনি প্রকাশ করেছেন অনেকেই প্রকাশ করতে পারে না।