![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুনবে একটু?
বলো।
দেয়াল চুম্বন করে একরাশ কান্না চলে যাচ্ছে ঈশ্বরের দিকে। যার উৎপত্তিস্থল আমার হৃদয়। শুনতে পাচ্ছো?
নাহ।
তবে আরেকটা কাজ করবে?
কী?
আমার পায়ের নিচে তাকাও।
ওখানে কী?
ঘৃণার বুদবুদ। ওরা সৃষ্টি আর ধ্বংসের খেলা খেলছে।
থামবে?
শুরু করে নেই আগে।
কী শুরু করবে?
ধ্বংস।
কবি'রা ধ্বংস জানে?
যে প্রেম জানে সে ধ্বংসও জানে।
কী ধ্বংস করবে তুমি?
তোমার পেটে থাকা সন্তান।
কী বলছো এসব? মাথা খারাপ হয়েছে তোমার?
না ঠিক আছি।
নিজের সন্তানকে কেউ মারতে চায়?
ও সন্তান আমার নয়।
তবে কার?
অমলের।
হেমাঙ্গ?
চুপ করো। আমার টেবিলের ওপরে একটা কাগজ রাখা আছে সেটা দ্যাখো।
কী ওটা?
আমার যে সন্তান হবেনা তার ডাক্তারি রিপোর্ট।
কই যাচ্ছো?
অমলকে নিয়ে আসবো।
ক্যান?
খুন করা আমার পেশা নয়। অমলের সন্তানকে আমি খুন করতে পারবো না। তাকে গিয়ে বলবো; খুনী হতে হবে আপনাকে।
পারবে এটা?
আমি ঈশ্বরের মুখোমুখি দাঁড়িয়েও কথা বলতে পারি।
হেমাঙ্গ?
তোমার মুখে এ ডাক বিষাক্ত লাগে, মাধবী।
২| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ১২:৫৯
অতঃপর হৃদয় বলেছেন: হুমম।
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৭ রাত ১২:৫৯
মিঃ আতিক বলেছেন:
মাধবী....
কি ছিল ভুল?...