![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভদ্রলোক,
আপনাকে বলছি;
কবিতার চেয়ে বড় কোনো নেশা নেই।
অতএব,
কবিতাকে নিষিদ্ধ ঘোষণা করুন;
কবিতার বই না দিয়ে
সন্তানের হাতে তুলে দিন
আঙুরে তৈরি পানীয়।
ওতে আজকাল নেশা হয়না
আপনি জানেন,
ভেজালে ভরে গ্যাছে পৃথিবী নামক নরক।
এবং,
কবিতা তৈরি হয়-
কবি'র বিষাদী চোখের জলে
আঙুরে তৈরি পানীয়তে নয়।
বিশ্বাস করুণ,
ওতে কোনো ভেজাল নেই,
নেশা আছে, পাপ আছে;
আছে, আপনারই ব্যর্থতার গল্প।
২| ০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৪:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
৩| ০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৪:৪১
হাতুড়ে লেখক বলেছেন: মুগ্ধ কবি। (ভালবাসা প্রকাশের ইমো পাইলাম নাহ!)
৪| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৯:৩৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভাই, সব নিষিদ্ধ করে দেন, শুধু কবিতা রেখে দেন মুক্ত। এখানে কতপ্রাণ তার সুখ খুঁজে এর হিসেব নেই, আমিও। সবাই তো সবাইকে নিয়ে লিখছে, আমি না হয় পড়ে থাকলাম নিজের সুখদুঃখ আর বিষাদে ভরা সময়গুলোতেই। সেখানেই আমার সুখের উৎস।
আপনার কবিতা খুব সুন্দর হয়েছে ভাই। ভালো লাগা রইল।
শুভকামনা সবসময়।
৫| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৯:৩৬
ধ্রুবক আলো বলেছেন: বেশ ভালো লাগলো
৬| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১১:১১
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
মোটামুটি লেগেছে !
৭| ১৩ ই মে, ২০১৭ রাত ৯:৫৯
নাগরিক কবি বলেছেন: বহুদিন বাদে নিকে সবুজ বাতি দেখলাম।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৪:২৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পচা ভাতের পানি পানে আমি মাতাল হই।
কবিতা....