| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অ্যালার্জি
একজন পাঠক। মূলত, পড়ার জন্যই এখানে আসা। কখনো কখনো পড়ার প্রভাবে মাথায় এলোমেলো কথারা চলে আসে। তখন তাদের না লিখে ফেললে স্বস্তি হয়না। এটুকুই, আর কিছু নেই।

শুধু কোলাহল, অপরিচিতের ভীড়
হাইড্রোলিক হর্ণ উৎকট কর্কশ,
মুহূর্তকাল! অ-মনোযোগে
শব্দরা ছোটে ক্ষীণ।
জাহাজ সিঁড়িতে আদার ব্যাপারী যত
শুধু কথা বলা নিজস্ব মাস্তুল
স্রোতোন্মত্ত সমুদ্র সংকুল
মেঘে কুয়াশায় ঢেকে যায় ধ্রুবতারা
বিশাল পাহাড় অস্থির দিকহারা।
ভেঙে পড়ে নিব
ভাঙাস্বরে ভাঙে কথা
যত ছবি আর গল্পের সখ্যতা
যানজট যেন পটে আঁকা কোনও ছবি
ভাষাহীন চোখে পরাকৃত কাব্যতা।
শহর যন্ত্রে
অলিতে গলিতে ধাঁধা
চোরাবালি। যেন ডুবে যায় সভ্যতা
স্তুপীকৃত যত অসীম ভেলকিবাজি
মিছরির ছুরি
মধুর সঙ্গে কাঁটা।
রঙ খুঁজে ফেরে
বর্ণচোরার দল
যে যার মতো, সকলে ব্যতিক্রম
বর্ণ লুকিয়ে আবীরের খেলা খেলে
নতুন আবেশ,
জুড়ে দেয় কোন্দল।
রাজনৈতিক
সুবিধাবাদের গেরো
প্রতিবাদী স্বরে লালসার হীন ষড়
উচ্চকণ্ঠ, বিকোনোর দাম দর।
সুবোধ আঁকবে
দেয়ালে গ্রাফিতি আরও-
পুলিশ প্রহরা
আততায়ী হাতে ছুরি
রাজনীতি যেন সিন্দাবাদের ভুত
বিপন্ন বোধ গর্ভে লুকাতে চায়
ফেরারী আসামি
পিছুটান হাতকড়ি।
সোডিয়াম বাতি
মুখোশ অচেনা মুখে
সূর্যের রঙে ভাঙে আয়নার কাঁচ
আলো-আঁধারিতে পরজীবী ছত্রাক,
দিনে মহীরূহ
নিজস্ব চেনা বুকে।
©somewhere in net ltd.