![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক কথা জমা আছে দক্ষিনের জানালায়
এক ঝাক দমকা হাওয়ায়,
গা পোড়া রোদ্দুর অথবা ঘন মেঘে
কত মৌনতা, মুগ্ধতা
জড়িয়ে আছে তোমার নেত্রপটে,
হিজল ছায়ায় বসে শোনালাম অবশেষে।
ভেবেছিলাম, শুনে দীর্ঘশ্বাস ফেলবে,
কষ্টের অশ্রু জমবে তোমার উদাস চোঁখে,
ভিসুভিয়ার জ্বলবে তোমার হৃদয়ে
ঘন কালো চোখ নামবে বৃষ্টির বন্যা,
তারপর, বুকে টেনে নেবে আমায়
তোমার ঘন নিশ্বাস, শরিলের হাসনা হেনার ঘ্রাণ
মাতাল করবে আমায়।
কিন্তু কথা শুনে হাসলে তুমি,
নিমিশে সাদা পায়ড়ার মত উড়াল দিল স্বপ্ন
অনুভূতিহীন দাড়িয়ে রইলাম, স্টাচুর মত
তুমি তখনো হাসছো
তোমার হাসির শব্দে প্রকম্পিত হচ্ছে আকাশ।
তোমার দেওয়া স্বপ্নগুলো ভেবে এখনো
আনমনে হই, ফিরে যাই কোনো এক আশ্চার্য মুহূর্তে,
যখন তুমি ছিলে।
তোমার জন্য সুদর্শন দীর্ঘ অপেক্ষা আমার অনুভূতির
স্পন্দনে, নির্দ্বিধায় রয়ে যাবে।
২| ১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩০
হায় চিল বলেছেন: ধন্যবাদ, স্যার।
৩| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৬
রাজীব নুর বলেছেন: আমার একতা আফসোস আমি কবিতা লিখতে পারি না।
১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৩
হায় চিল বলেছেন: আমিও পারিনা। চেষ্টা করছি।
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪৫
সনেট কবি বলেছেন: খুব সুন্দর কবিতা।