![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসার গল্প তোমায় শোনাবো বলে,
খুজেঁছি পূণিমা, জোস্নাবন
খুজেঁছি কোন দ্বিগন্তজোড়া ফসলের মাঠ, যার
প্রন্ত খুজঁতে তোমার চোখ ক্লান্ত হবে,
তখন তোমায় আমার গল্প শোনাব।
শোনাব আমার দূরত্বহীন পথের কথা,
যে পথ নিয়ে যাবে তোমার ভাঙ্গা সাকোয়,
দোলাবে অতিলৌকিক এক তিব্রতায়,তোমার স্পর্শক্ষনে।
রাতজাগা মায়াবী বাতাস ছুয়ে যাবে,
হলদে আলোয় ঝড়বে ক্লান্তির পালক।
আমার গল্প শোনানো হয়নি অবশেষে,
পাড়ি দেওয়া হয়নি স্বপ্নের সাকো,
শুধু করুনার চোখে চেয়ে চলে গেছ সুদূরে,
ফেলে গেলে একগুচ্ছো ফেরারি স্বপ্ন।
২| ১১ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫৫
হায় চিল বলেছেন: ধন্যবাদ।
৩| ১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪৩
সনেট কবি বলেছেন: খুব সুন্দর কবিতা।
৪| ১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩১
হায় চিল বলেছেন: ধন্যবাদ, স্যার।
৫| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
৬| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৭
হায় চিল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯
তামান্না তাবাসসুম বলেছেন: কবিতা ভাল লাগলো ।