![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছায়াপথের দিকে পাড়ি দেবো একদিন
যেখানে গাড় অন্ধকার, মিশে যাবে ভালোবাসার চিহ্ন,
হরিৎ পাতার গন্ধ, দীর্ঘ যৌবন, মুছে যাবে স্নায়ুকোষ,
ধুলোয় পড়ে রবে প্রিয়ার চুম্বন,
শুধু রবে শূণ্যতা আর শিহরন।
চলে যাবো নক্ষত্রের পথে, যখন গোধূলি নামবে
সন্ধ্যায় ঝাপসা হবে পৃথিবী, তারপর
অন্ধকারের দীর্ঘচাদরে ঢেকে যাবে সব,
কী এক মধুর যন্ত্রনায় বিহ্বল পৃথিবীর পানে চেয়ে রবো।
চেয়ে রবো ফুরিয়ে যাওয়া সময়ের পানে,
নিভে যাওয়া আলোয় দেখব নিত্যকর্ম,ব্যস্ততার নির্যস,
স্রোতের আলোয় ভেসে যাবো, নিশব্দ ট্রামলাইন ধরে।
আমার অতৃপ্ত আত্না ক্লান্তহীন চেয়ে রবে,
খুজবে হারানো অপুর্ণতা, দীর্ঘ অসমাপ্ত উপাখ্যান,
মহাকালের স্মৃতির গভীর পদচারণা
কখনো স্তব্ধ হবেনা।
২| ১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩০
হায় চিল বলেছেন: ধন্যবাদ, স্যার।
৩| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: এই ব্লগ এমন কেন? লেখা প্রথম পাতায় প্রকাশিত হওয়ার অনুমতি দেয় না
।।কেউ লেখা পড়ে না।পড়বে কেমন করে? লেখা তো পাঠকের কাছেই যায় না।।।
১৪ ই জুলাই, ২০১৮ সকাল ৮:১৩
হায় চিল বলেছেন: আমার মনের কথাটি বলেছেন। ধন্যবাদ।
৪| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো লিখেছেন
১৪ ই জুলাই, ২০১৮ সকাল ৮:১৪
হায় চিল বলেছেন: ধন্যবাদ।
৫| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৮
লাবণ্য ২ বলেছেন: চমৎকার কবিতা!
১৪ ই জুলাই, ২০১৮ রাত ১০:০৫
হায় চিল বলেছেন: ধন্যবাদ।
৬| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৬
হায় চিল বলেছেন: ধন্যবাদ
৭| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫৩
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা!! খুব সুন্দর মনের আকুতি । এভাবেই লেখেন, আশাকরি শীঘ্রই সেফ হবেন। তবে সেফ হলে এই কবিতাটি আবার একবার দেওয়ার অনুরোধ করলাম।
অনেক শুভকামনা রইল।
২০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩৯
হায় চিল বলেছেন: ধন্যবাদ। আমি এখানে নতুন। চেষ্টা করছি লিখতে। জানিনা হচ্ছে কি না !!
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪৩
সনেট কবি বলেছেন: খুব সুন্দর কবিতা।