![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহু দূরে তুমি, আকাশের ঐ সিমানায়
যেখানে প্রান্তর মিশে গেছে সমুদ্রতীরে,
কোন এক রহস্যময় কুয়াশায়,
পাহাড়, সমুদ্র, মহাকাশের তারকার ভীরে,,,
যেখানে খেঁজার কোনো অধিকার নেই আমার।
শুনেছি তুমি ফিরোজা রঙ্গের শাড়ী পরে
বুনো হাসের মত বাধন হারা হয়ে ঘুরে বেড়াও,
দৃষ্টির ওপারে, যেখানে সুখের রাজ্য
সেখানে সোনলেী স্বপ্নের চাষ হয় নিশিদিন।
সেখানে সুখের শকুন ছিড়ে খায় তোমার সর্বাঙ্গ
দূষিত ঘন নিঃশ্বাসে পুড়ে যায় সমস্ত দূঃখ,
সুখের সর্বগ্রসী জলে ডুবে থাকে তোমার জগৎ।
যখন নতুন ডোরে শিহড়ন জাগে তোমার,
উড়াও স্বপ্নের ডানা, ভাসাও মেঘের বানে,
তখন আমি একলা কষ্ট বয়ে বেড়াই,
নিশুতি রাত জেগে থাকি,
আর জেগে থাকে অন্ধকার।
১২/১০/২০১৪
১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৯
হায় চিল বলেছেন: ধন্যবাদ।
২| ১৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫৬
পদাতিক চৌধুরি বলেছেন: ভাবনাটা বেশ ভালো লাগলো।
শুভেচ্চা নিয়েন।
২০ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৫
হায় চিল বলেছেন: ধন্যবাদ। আপনাকেও শুভেচ্ছা।
৩| ২২ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৬
লাবণ্য ২ বলেছেন: সুন্দর কাব্য!
২৩ শে জুলাই, ২০১৮ সকাল ৮:২৬
হায় চিল বলেছেন: ধন্যবাদ
৪| ২৩ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৪০
স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু।
কবিতায় ভাল লাগা।
২৪ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৭
হায় চিল বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৮
কাইকর বলেছেন: সুন্দর কবিতা ।+++