![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধুলোমাখা গ্রমিণ পথে হেটেছিলাম একদিন,
ফাল্গুনে রক্তিম সূর্যের শেষে শিশিরকণা
পুকুরজলে সূর্যকিরণের লুকোচৃরি
মেঘনার স্রোতের মত ভেসে আসা বাতাস,
হৃদয়ের অনুভূতি বলে দেয় আজ,এটি কারো নয়,
শুধু বাংলার কারুকাজ।
কাচের মত স্বচছ সন্ধ্যায় বাঁকাপথ
ছানিপড়া চোখে খুলে দেয় জানালা, চেয়ে দেখি
জারুল গাছে অচেনা মাকড়শা-টি
আপন ঘর করছে পড়িপাটি।
পরিত্যাক্ত ছোট্ট পুকুরপাড়ের গুহায়
মাছরাঙ্গা একেছে স্বপ্নের নীড়।
বসন্তের প্রজাপতি গুনগুন করে
ফুলে ফুলে মধু খেয়ে গুনগুন করে।
শব্দ অরণ্যের অন্ধকারে গ্রমিণ পথে
হেটেছিলাম একদিন,
মনের গভীরে অনুভব করি অবধী,
শিল্পির কোনো প্রয়োজন নেই অবেলা,
শেষ বিকেলের সূর্য একেছ্অের্ধেক প্রকৃতি,
অর্ধেক একেছে রুপসি বাংলা।
১২-১১-২০১২
©somewhere in net ltd.