![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাতের শহরটা মায়াবী বেশি, বিশেষ কোন জোস্নর আলোয়,
প্রেমের কবিতা শোনার রাত একেই বলে।
একেই বলে পঙ্কুক্তি পাঠের রাত,
যে রাতে জোস্নার প্লাবনে ভেসে যাবে ক্লান্তি,
নির্বাসনে যাবে ব্যাস্ততা,
তোমার কোমল গহিনে মাথা রেখে কবিতা পড়ার সময় একেই বলে।
বিষন্ন বিকেলের মরারোদে কোন কবিতা জন্মায় নি,
কবিতার জন্ম হয় নিসর্গের সত্বায়,
রুক্ষতায় জন্মহয়না নিসৃত কথামালা,
কবিতার জন্মহয় নিস্তবধতায়, বাধা হীন রাতে।
কবিতার জন্ম তোমার বিশুদ্ধ উচ্চারণে,
কবিতা জন্মমায় নিভে যাওয়া আলোয়,তোমার পদচারণায়।
কবিতা জন্মায় আদিমতায়, বুভূক্ষ শিশুর হাড়ে, কিন্তু
তা প্রেমের নয়, তা মানবতার।
তোমাকে শোনানোর কবিতা শুধু নিরব রাতেই জন্মায়,
তোমার রেশম এলো চুলে মাথা রেখে, সব ভূলে
শুধু চেয়ে থাকায়।
©somewhere in net ltd.