নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলোকরেখার আঁকিবুকি

ধরে নিও, স্বপ্নরাজ্য থেকে টুপ করে তোমাদের পৃথিবীতে নেমে বিভ্রান্ত এক লেখক...

জ্যোতিষ্কের আলোকরেখা

কল্পনার জগতে বিচরণকারী বাস্তবতার মূর্ত প্রতীক

জ্যোতিষ্কের আলোকরেখা › বিস্তারিত পোস্টঃ

বুড়ি ঢাবি, তোর জন্যে।

০১ লা জুলাই, ২০১৫ রাত ১২:০০

শুরুটা হয়েছিল অনেক হইচই হাউকাউ করে। পথ ধরলেন লীলা নাগ। তার পিছের হাজার হাজার লাখ লাখ পদযাত্রীর পর একই পথ ধরলাম আমিও। মাতৃভাষা থেকে স্বাধীনতা – ওসব ইতিহাস জ্ঞানীগুনীরা বলবেন। আমি ওসব ছাড়ি।

কারো কাছে রাজপ্রাসাদ, কারো কাছে বাঁশবাগান। কারো আকর্ষণ ওই যে অপরাজেয় বাংলা, কেও ঘুরছে কার্জনের অলিতে গলিতে। বন্ধু, আড্ডা, গানের অন্য মানে রচিত হচ্ছে টিএসসির বারান্দায়, প্রতিদিন। চারুকলা ... আহা চারুকলা, চারুকলার বকুলতলা, আর সৃষ্টি সুখের উল্লাসে মাতা। ^_^

আর প্রতি উতসবের প্রাণকেন্দ্র।

আমার স্বপ্নগুলো ঘুরাফিরা করে তার চারিদিকে। পড়াশুনা আর বন্ধুত্বের সংজ্ঞাগুলোও অন্যরা রচনা করুক। আমি নাহয় লিখি মল চত্বরের ওই প্রকান্ড গাছের তলায় দাঁড়ালে কি করে রোদেরা আলোছায়ার খেলা খেলা যায় আমার মুখের উপর, কিংবা কি করে আমার হেঁটে যাবার রাস্তা কৃষ্ণচূড়ার লাল পাপড়ি দিয়ে রাঙ্গা হয়ে বানিয়ে রাখে রাজরানীর গালিচা; কিংবা প্রতিদিনের টুপ টুপ করে ঝড়ে পড়া কাঠগোলাপ দের তুলে নিয়ে কানে গুজবার কাব্য।

সে আমাকে প্রকৃতি চেনায়, জীবন চেনায়। সে আমাকে ভালবাসতে শেখায়, ভালবাসাতে শেখায়। প্রেমে পড়লে আমি তার রাজপথেই প্রেমে পড়ব, ডুবে ডুবে ভেসে উঠব। তার গাছতলাতে বসেই কুটুর কুটুর প্রেমের আলাপ করব, তার আনাচে কানাচে লুকিয়ে থাকা চায়ের দোকানগুলোতে চায়ের কাপ হাতে নতুন নতুন স্বপ্ন রচনা করব।
তার বয়স হল, সে বুড়ি হল না। পন্ডস এজ মিরাকেলের ব্র্যান্ড এম্বাসেডর বানিয়ে দেয়া হোক তাকে। ভাল মানাবে বলছি। তার আঙ্গিনায় পুরানো মন্দির গুলোও পুরানো হতে পারেনি। তার সবকিছুই কখনো পুরানো হতে পারে না, প্রতিদিন নতুনের আনাগোনা চলছে যে!

স্বপ্ন সত্যি হবার একটা উদাহরন দেখাতে বললে আমি তাকে দেখাব। বলব, দেখ, আমি তাকে পেয়েছি। পুরাই “পাইলাম, ইহাকে আমি পাইলাম” স্টাইলে বলব। এখনো বিশ্বাস করতে কষ্ট হয়, আসলেই কি আমি তার? হু, আমি তার, সে আমার। ^_^ তার এলোমেলো ভঙ্গিতে উঠা গাছগুলোও আমার, তার সাজানো প্ল্যানড বাগানগুলোও আমার। শহীদুল্লার পুকুর পার ও আমার, এফবিএস এর নতুন তৈরী বিদ্যানহর ও আমার।

তাকে ভালবাসি।

বুড়ি তোকে ভালবাসি।

শুভ জন্মদিন ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি কবি হলে বলতাম, তুমি আমার প্রথম প্রেম, দ্বিতীয় মৃত্যুর আগে!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.