![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কল্পনার জগতে বিচরণকারী বাস্তবতার মূর্ত প্রতীক
ফেসবুক নেই আজ। হাতে প্রচুর সময়। যেখানে দিন চোখের পলকে ফুরোত, সেখানে সময় যেন কাটে না।
নিরাপত্তা না কিজানি কি? অতকিছু বুঝি না। আমি আজকের নতুন প্রজন্ম। আমি ফেসবুক ছাড়া এক পা পথ কেমন করে চলি?
কিন্তু দিনশেষে এসে ভাবতে বসেছি, ফেসবুক নেই তাতে কি কি হল ...
ফেসবুক নেই তাই
বহুদিন পর একটা বই পড়ে শেষ করলাম।
ফেসবুক নেই তাই
আজ নতুন একটা রান্না শিখলাম।
ফেসবুক নেই তাই
ছাদ থেকে ঘুরে এলাম (আকাশ কি আসলেই এত নীল ছিল? ফেবুর নীল বাদে অন্য নীল ভুলতে বসেছি।)
ফেসবুক নেই তাই
বহুদিন পর, একটু টিভি দেখলাম।
ফেসবুক নেই তাই
বহুদিন পর কাওকে একটু ফোন দিলাম।
ফেসবুক নেই তাই
বহুদিন পর কেও আমাকে একটু ফোন দিল।
ফেসবুক নেই তাই
মোবাইল ফোন অপারেটর বাদেও আজ আমার কাছে এস.এম.এস এল।
ফেসভুক নেই তাই
ইউটিউবে নতুন একটা গান খুঁজে পেলাম।
ফেসবুক নেই তাই
অর্ধেক দেখা মুভিটা আজ দেখে শেষ করলাম।
ফেসবুক নেই তাই
রাত দুটোয় লিখতে বসলাম।
ফেসবুক নেই তাই
এটা স্ট্যাটাস না হয়ে হল একটা ব্লগ।
ফেসবুক নেই;
তাতে আসলে খুব বেশি হারাবার নেই; একটা জানালা বন্ধ হওয়ায় আরো দশটা জানালা খুলে দিয়েছি।
১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪
জ্যোতিষ্কের আলোকরেখা বলেছেন: একজন ফেসবুক নেশাগ্রস্তের নিজেকে সান্তনা
২| ১৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:১৩
রুদ্র জাহেদ বলেছেন: তাহলে ফেসবুক না থাকলেই সর্বোত্তম
১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪
জ্যোতিষ্কের আলোকরেখা বলেছেন: একজন ফেসবুক নেশাগ্রস্তের নিজেকে সান্তনা
৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:২২
না মানুষী জমিন বলেছেন: প্রেয়সী যদি রাগ করে মাঝে মাঝে কথা বলা বন্ধ করে দেয় অথবা বৌ যদি মাঝে মধ্যে ঝগড়া করে বাপের বাড়ি যায়, মন্দ না....কি বলেন!!!!!
১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪
জ্যোতিষ্কের আলোকরেখা বলেছেন: চিরতরে ছেড়ে না গেলেই তো হল
৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:৩১
লীনা জািম্বল বলেছেন: দারুন বলেছো
১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪
জ্যোতিষ্কের আলোকরেখা বলেছেন:
৫| ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১১
ইলুসন বলেছেন: ফেসবুক নেই;
তাতে আসলে খুব বেশি হারাবার নেই; একটা জানালা বন্ধ হওয়ায় আরো দশটা জানালা খুলে দিয়েছি।
ভালো লাগলো লাইনগুলো।
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪২
জ্যোতিষ্কের আলোকরেখা বলেছেন: ধন্যবাদ ^_^
৬| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৫
সুলতানা রহমান বলেছেন: আমি দশটা জানালা পাইনি।
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৬
জ্যোতিষ্কের আলোকরেখা বলেছেন: সব কটি দেয়াল হাতড়ে দেখুন ...
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:৩৮
ফেরদৌসা রুহী বলেছেন: তাহলে তো বুঝা যাচ্ছে ফেসবুক না থাকলেই ভাল।