![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুসলিম পারিবারিক আইন সংশোধন করে মেয়ে সন্তানকেও বাবার সম্পত্তির পূর্ণ উত্তরাধিকারী হিসেবে গণ্য করার কুপ্রস্তাব উত্থাপন করেছে সরকারের প্রধান আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল) মাহবুবে আলম। এর পাশাপাশি মুসলিম পুরুষদের একসঙ্গে একাধিক স্ত্রী রাখার সুযোগ বন্ধ করার পক্ষেও মত দিয়েছে সে।
গতকাল শনিবার ফৌজদারি কার্যবিধি-১৮৯৮’র সংশোধনী বিষয়ে এক মতবিনিময় সভায় এসব কুপ্রস্তাব উত্থাপন করে অ্যাটর্নি জেনারেল। যালিম আইয়ুব খানের শরীয়তগর্হিত কাজের সাফই করে সে বলেছে, আইয়ুব খান আইন প্রণীত মুসলিম পারিবারিক আইন সংশোধন করে দাদার উপস্থিতিতে বাবার মৃত্যু হলেও সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে তাকে জীবিত ধরে বণ্টনের হিসাবের বিধান করা হয়েছে।
যালিম আইয়ুব খানের কুফরী সংশোধনীর ফলে হাজার হাজার পরিবার ও সন্তান খোদাদ্রোহী কাজ করলেও এতে বিশাল উপকৃত হয়েছে দাবি করে মাহবুবে আলম- কোনো পরিবারে শুধু মেয়ে সন্তান থাকলেও সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে ছেলে হিসেবে গণ্য করার শরীয়তগর্হিত কুপ্রস্তাব করেছে। তার খোদাদ্রোহী বক্তব্য হলো- ‘এখন কোনো পরিবারে ছেলে সন্তান না থাকলেও ধরে নিতে হবে, ছেলে সন্তান আছে।’
বর্তমান পারিবারিক আইনে, ছেলে সন্তানবিহীন কোনো ব্যক্তির মৃত্যু হলে তার মেয়েরা শরীয়ত মুতাবিক সম্পত্তি পায়। শরীয়ত মতে এরূপ ক্ষেত্রে সম্পত্তিতে অংশীদার হয় প্রয়াতের ভাইয়েরা। এক্ষেত্রে মেয়ে একজন হলে মৃত ব্যক্তির মোট সম্পত্তির অর্ধেক পাবে। আর একাধিক মেয়ে হলে তারা মোট সম্পত্তির তিন ভাগের দুই ভাগ পাবে। বাকিটা মৃতব্যক্তির ভাই বা ভাইয়েরা পাবেন।
অ্যাটর্নি জেনারেল বলেছে, ‘আরেকটি বিষয়, দ্বিতীয় বিয়ের সুযোগ যে কোনোভাবে বন্ধ করতেই হবে। কারণ এটা অসংখ্য নারীর কান্নার কারণ।’ সে বলেছে, স্বামী দ্বিতীয় বিয়ে করতে চাইলে তাতে বাধা দেয়ার সামর্থ্য দেশের অধিকাংশ নারীর নেই। তাই এটা আইনগতভাবেই করতে হবে। সাড়ে চার বছরের অ্যাটর্নি জেনারেল থাকতে কত নারীর কান্না যে আমি দেখেছি, তার কোনো হিসাব নেই।
২৩ শে জুন, ২০১৩ রাত ১:৪৯
আলোর ভান্ডার বলেছেন: সঠিক বলেছেন ।
২| ২৩ শে জুন, ২০১৩ রাত ১:১১
তামিম ইবনে আমান বলেছেন: ইসলামে নিয়ম আছে প্রথম স্ত্রী রাজি থাকলে কোন লোক ২য় বার বিয়ে করতে পারবে।
তারমানে বহুবিবাহের ক্ষেত্রে ১ম স্ত্রী রাজি, ২য় স্ত্রী রাজি। স্বামীও রাজি। আইন কোন চুদির ভাই?
২৩ শে জুন, ২০১৩ রাত ১:৫২
আলোর ভান্ডার বলেছেন: এরা একাধিক পরনারীর সাথে সম্পর্ক রাখতে পারে কিন্তু বিয়েতেই যত আপত্তি ।
এরা মুসলমান হইতে খারিজ , মুরতাদ হয়ে গেছে ।
এই বিচারকের তওবা করা উচিত ।
৩| ২৩ শে জুন, ২০১৩ রাত ১:২৬
নিরব বাংলাদেশী বলেছেন: খালি মুসলিম আইন কেন? হিন্দু আইন নিয়া দেখি কেউ টু শব্দও করেনা? মেয়েরা তো কোন সম্পত্তি পায়ই না, মেয়েদের তো মানুষই মনে করা হয়না হিন্দুধর্মে... সবাই মুসলিম আইন, নামাজ, রোজা, মাদ্রাসা শিক্ষা, হুজুরদের কথা, এইগুলা নিয়া ই সবাই শুধু ফাল পারতে পারে(মুসলমানরা বুক ফুলায় আর হিন্দুরা নাস্তিকতার ভেগ ধরে)
২৩ শে জুন, ২০১৩ রাত ২:৩১
আলোর ভান্ডার বলেছেন: এরা মুসলমান নামধারী মুনাফিক ।
এদের কাজ -ই হল ইসলাম কে হেয় করা।
এরা কত বড় শয়তান যে খোদ আল্লাহ পাক উনার আদেশ মুবারকের উপর কথা বলে !!
এরা নাস্তিক-কাফির হইতেও খারাপ ।
৪| ২৩ শে জুন, ২০১৩ রাত ১:৫১
বুড়া মানব বলেছেন: দেশে শরীয়ত বিরোধী কত আইনই তো আছে। তা নিয়ে তো কারো মাথা ব্যথা নাই। শুধু নারীদের জন্য কিছু করলেই খারায়া যায় সবার। এতো ভয় কিসের? ভয় নাই। বাংলাদেশের নারীই তো। যেমন ইচ্ছা তেমন ব্যবহার করতে পারবেন। নো টেনশন।
২৩ শে জুন, ২০১৩ রাত ২:৩৪
আলোর ভান্ডার বলেছেন: কোন কোন আইন আছে বলেন ?
আর শরীয়ত বিরোধী কোন আইনের বিরোধীতা করা হয়না ?
ইসলাম নিয়েই যত চুলকানী? কই অন্য কোন ধর্ম নিয়ে কথা বলেনা কেন ?
আপনার জানা উচিত যে এদেশের নারীরা এখন ইউরোপ-আমেরিকার নারীদের থেকে অনেক ভালো আছে ।
ইসলাম নারীদের যে অধীকার দিয়েছে তা আর কোন ধর্মে দেখাতে পারবেন ?
আইয়ামে জাহেলিয়াতের কথা ভুলে গেছেন ?
৫| ২৩ শে জুন, ২০১৩ রাত ২:১৪
নিষ্কর্মা বলেছেন: আমাদের দেশে দ্বিতীয় বিবাহ নিষেধ করা উচিৎ। দ্বিতীয় বিবাহের জন্য যে অযুহাত দেওয়া হয়, তার প্রাসঙ্গিকতা আমাদের দেশে বিদ্যমান নয়। তবে এতিম মেয়েদের সম্পত্তির হেফাজতকারি অনধিক চারটি বিয়ে করতে পারে বলেই পড়েছি কুর'আনে। যেহেতু যুদ্ধ-বিগ্রহ নাই এখন, সেজন্য যুদ্ধ বন্দিনী পাওয়াও অসম্ভব, এবং সেই রকমের বিয়েও সম্ভবপর না।
সম্পত্তির ব্যাপারে এখন ইসলামি আইন খুব একটা খাটে না। কেননা বেশির ভাগ পিতা -- যার সব কয়টিই মেয়ে -- তার সম্পত্তি পুরাপুরি মেয়ে ও স্ত্রীর নামে করে রাখেন। ফলে উনার মৃত্যুর পরে অন্যদের কিছু পাওনা থাকে না। যারা এই ইসলামি আইনের যুক্তি দেখান, তাদের অন্যের সম্পদে লোভ আছে, তা স্পষ্ট। আল্লাহ কি অন্যের সম্পদের উপরে লোভ করতে মানা করেন নাই??
২৩ শে জুন, ২০১৩ রাত ২:৪৪
আলোর ভান্ডার বলেছেন: বিয়েতেই যত আপত্তি ?
একজন পুরুষ পরমহিলার সাথে যখন কুকর্ম করে তার থেকে কি বিয়ে উত্তম নয় ।
আল্লাহ পাক মানুষ কে সৃষ্টি করেছেন তিনিই ভালো জানেন কি করতে হইবে ।
আপনার স্ত্রী যদি বয়ষ্ক হয়ে যায় কিম্বা যদি একান্ত বাসের আগ্রহ না থাকে কিম্বা সন্তান না হয় তখন আপনি কি করবেন ?
কোন ব্যক্তি ইসলাম কে অস্বীকার করে কিম্বা শরীয়তবিরোধীতা কাজ করে তাতে কি ইসলাম পরিবর্তন হয়ে যাবে ? কোরান শরীফ পরিবর্তন হয়ে যাবে ?
এখানে লোভ এল কোথা থেকে ? যে আল্লাহ পাক মানুষের সম্পদের উপর লোভ করতে নিশেধ করেছেন সেই আল্লাহ পাক সম্পত্তি কিভাবে বন্টন করতে হবে তা বলে দিয়েছেন । তাহলে কেন মানবেন না ? যারা মানবেনা তারা কি মুসলমান থাকতে পারবে ?
মৃত্যুর পর যখন গুর্জু খাবে তখন কি করবে ?
৬| ২৩ শে জুন, ২০১৩ রাত ২:১৪
কষ্টসখা বলেছেন: এইসব কিছু ছাগলের তিন নাম্বার বাচ্চা টাইপ আওয়ামী চামচাদের কারনে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল আওয়ামীলীগের জনপ্রিয়তা কমে যাচ্ছে। বস্তুত বন্ধুরূপী শত্রু এইসব মানুষের কারনে মাননীয় প্রধানমন্ত্রী বারবার ভুল পথে পা বাড়াচ্ছেন।
এরা হয়তো জানেনা ইসলামের বিরোধী কোন আইন এদেশের ষোলকোটি মানুষ কখনই মেনে নেবে না।
২৩ শে জুন, ২০১৩ রাত ২:৪৯
আলোর ভান্ডার বলেছেন: আপনার কথা শতভাগ সত্যি ।
এরা বুঝেনা যে এদেশের মুসলমান যত হারাম কাজ ই করুক কিন্তু ইসলাম বিরোধী কোন কাজ সহ্য করবেনা ।
যার প্রমান আমরা নাস্তিকদের ক্ষেত্রে দেখতে পাই ।
সরকার যদি মুসলমানদের ধর্মীয় অনুভুতিতে গুরুত্ত না দেয় তাহলে সামনে আরো কঠিন ধরা খাইবে ।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৩ রাত ১:০৯
পরিবেশ বন্ধু বলেছেন: এসব ক্ষেমতার দালালি
ইসলামী শরিয়ত কোরআন বা আল্লাহর বানী যে অস্বীকার করবে সে
নিঃসন্দেহে কাফের , বেইমান
যে আল্লাহদ্রুহি তার আবার কিসের আইন ।