![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমার জন্য লিখি কিন্তু তোমাকে কখনো লিখি না।
ডাক্তারের চেম্বারে বসে আছি আমার আগের সিরিয়ালে ষাটোর্ধ একটা লোক ডাক্তার দেখিয়ে আমার পাশে এসে বসলো।তাকে দেখলাম অসুস্থতার কারনে কাপতেছে।হাটতেও পারছে না।তার সাথে কেউই আসেনি।কিছুক্ষন পর আমার দিকে একজোরা ফ্যাকাসে চোখ তাকিয়ে বলল বাবা আমারে একটু ধরে বাইরে নামিয়ে দিবা?একা উঠতে পারছিলনা।বললাম কেন কই জাবেন।বললো একটা রিকসা করে বাসায় যাবে।তার এই অবস্থা দেখে একটা রিকসা করে তাকে ধরে রিকসায় উঠিয়ে দিলাম।কষ্ট হচ্ছিল তার রিকসায় উঠতে।তাকে ধরে রিকসায় বশালাম ঠিক ঐ মূহুর্তে তার হাতজোড়া আমার হাতটাকে আকরে ধরে তার মাথার উপর চেপে ধরল আর আমার দিকে তাকিয়ে বললো আশির্বাদ করি বাবা......কান্না চলে আসল তার বাকি টুকু বুঝতে পারলামনা।হাতটা মাথায় চেপে ধরে আছে।চোখের দিকে তাকালাম ছল ছল করছে।বেশিক্ষন তার চোখে তাকানর সাধ্য হলোনা আমার।সে চোখ আশির্বাদ ভরা চোখ,সে চোখ কৃতগ্যতা ভরা,সে চোখ মায়া ভরা ছলো ছলো।কার ক্ষমতা আছে এর দিকে তাকিয়ে থাকার?বললাম একা যেতে পারবেন বললো পারবো।চলে গেল তার পর।কিন্তু দিয়ে গেল বুকভরা প্রসান্তি।এর মাঝে এক অন্য ধরনের ভালোলাগা আছে।অনেক দিন পরে অনুভব করছি সান্তি।আমার হাতটা যে তার মাথায় চেপে ধরল এটা মনে থাকবে অনেক দিন।
©somewhere in net ltd.