![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমার জন্য লিখি কিন্তু তোমাকে কখনো লিখি না।
গোধুলি বেলায় এসো হে প্রিয়
জরায়ে মেরুন শাড়ি
খোপায় গুজিও সূর্য্যমূখি
বাহুতে কাচের চুড়ি
আদ্র ঠোটেতে মাখিও তুমি
গোলাপ জবার আবেশ
হরিনি চোখে ফুটিয়ে তুলিও
রঙিন স্বপনো রেশ
আমি বাতাস ডাকিবো হারাতে দিশা
তোমারো চুলের পানে
দুচোখ ভরিয়া চাহিবো সুধু
মায়াবি বদন খানি।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১০
ক্যাক্টাস বলেছেন: এই বেচে থাকা ঐ আকুতি পুরনের জন্যই
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৪
রায়হানুল এফ রাজ বলেছেন: দুচোখ ভরিয়া চাহিবো সুধু
মায়াবি বদন খানি।
-কি আকুতি???