| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্যাক্টাস
আমি তোমার জন্য লিখি কিন্তু তোমাকে কখনো লিখি না।

গোলাপ নেবো না হাত বারিয়ে পদ্ম নেবো
তোমায় ছোব না মন বারিয়ে গন্ধ নেবো
নিয়ন আলোর পৃথীবিতে এক গুচ্ছ জোঁস্না দেবো
হাতটি তোমার ধরবো নাকো হৃদয় দিয়ে হৃদয় ছোব।
ময়না টিয়া হবো নাকো আমরা দুটি কাক হবো
কল্পনাতে আমরা দুজন পাখির ভাষায় কথা কবো।
মন খারাপের দিন গুলোতে ঝাউ শাখেতে জোঁনাক হবো
কালবৈশাখি ঝড়ের মাঝে আমরা দু,জন সাথেই রবো।
উরনচন্ডি এই আমারই তোমার মনে ঠাই কি হবে?
গোলাপ নেবো না হাত বারিয়ে পদ্ম দেবে?
(25/02/2016)
১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১১
ক্যাক্টাস বলেছেন: ধন্যবাদ।ভালো লিখেছি কি না জানি না তবে লিখার চেষ্টা করে যাচ্ছি।
২|
১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:০৫
সুমন কর বলেছেন: ভালো লাগল।
৩|
১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:০৮
সুমন কর বলেছেন: আপনি যখন অন্য কারো'র মন্তব্যের প্রতি উত্তর দিবেন। তখন নিচের ছবির মতো সর্ববাম পাশের এ্যারোতে ক্লিক করে জবাবটির উত্তর দিবেন। তাহলে উনি জানতে পারবেন।

১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১০
ক্যাক্টাস বলেছেন: ধন্যবাদ
৪|
১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৪৩
অবনি মণি বলেছেন: মন খারাপের দিন গুলোতে ঝাউ শাখেতে জোঁনাক হবো
কালবৈশাখি ঝড়ের মাঝে আমরা দু,জন সাথেই রবো।
উরনচন্ডি এই আমারই তোমার মনে ঠাই কি হবে?
গোলাপ নেবো না হাত বারিয়ে পদ্ম দেবে?
১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫৮
ক্যাক্টাস বলেছেন: নিয়ন আলোর পৃথীবিতে এক গুচ্ছ জোঁস্না দেবো
হাতটি তোমার ধরবো নাকো হৃদয় দিয়ে হৃদয় ছোব।
ময়না টিয়া হবো নাকো আমরা দুটি কাক হবো
কল্পনাতে আমরা দুজন পাখির ভাষায় কথা কবো।
৫|
১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:১৪
রক্তিম দিগন্ত বলেছেন:
অনেক অনেক প্রতিশ্রুতি। রাখতে পারবেন সত্যিই সব কিছু?
যাই হোক, কবিতাটা ভাল লাগলো। ভালবাসাময়। +
১৬ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪৪
ক্যাক্টাস বলেছেন: ধন্যবাদ। প্রতিশ্রুতি পালনের ভিরুতা থাকলে লেখাটা আর লেখা হয়ে উঠত না।
৬|
১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৯
ঋতো আহমেদ বলেছেন: সহজ, সাবলিল ও সুন্দর হয়েছে। ভালোলাগা ও শুভকামনা রইল।
১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:১১
ক্যাক্টাস বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫২
খায়রুল আহসান বলেছেন: কল্পনাতে আমরা দুজন পাখির ভাষায় কথা কবো। -- বাহ, বেশ তো!
ভাল লিখেছেন।