নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক যাযাবর

আমি মিহু

আনাড়ি হাতের আনকোরা লেখক

আমি মিহু › বিস্তারিত পোস্টঃ

কোরবানী

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৭

কোরবানীর ঈদ এলেই শোনা যায় আসুন আমরা আমাদের ভিতরের পশুকে জবাই করি বা কোরবানী দেই।

আসুন দেখি এ বিবেচনায় কে কি কোরবানী দিবে :D

১. অতি চালাক লোকটা নিজের ভিতরের শিয়াল কোরবানী দিবে।

২. ভুলো মনা ছেলেটা নিজের ভিতরের গোল্ড ফিশকে কোরবানী দিবে।

৩. বোকা টাইপ লোকটা নিজের ভিতরের পাংগাশ মাছটাকে কোরবানী দিবে।

৪. গাধারা আর কি করবে? অবশ্যই গাধাটাকেই দিবে :p

৫. কেউ কেউ আছেন তাদের বন্ধু মহলের অন্যদের ছাগল, গরু, বলদ নামে ডাকে। তাড়া তাদের স্ব স্ব অবস্থান্ থেকে নিজের ভিতরে থাকা গরু ছাগল কে কোরবানী দিবে। এসব হালাল :p

৬. আর আমি আমার ভিতরের বান্দর কোরবানী দিমু B| B|

আরো অনেকেই অনেক কিছু কোরবানী দিবে। বাকি গুলো আপনারা বলুন :p

লেখকের ফেসবুক আইডি

https://www.facebook.com/psycho.007mihad

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫১

হামিদ আহসান বলেছেন: হা হা হা ...... :-P

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০২

আমি মিহু বলেছেন: হা হা হা

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩৪

আমি আবুলের বাপ বলেছেন: কিন্তু কোরবানী কেমনে দিমু।গরু কিনতে গেলে বুলেট প্রুফ জ্যাকেট লাগবো।
সরকার কি গরু কেনার সময় বুলেট প্রুফ জ্যাকেট দিবে?

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪০

আমি মিহু বলেছেন: #আমি আবুলের বাপ কেন কি হয়েছে?

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫০

ময়না বঙ্গাল বলেছেন: আপনার সুক্ষ রসবোধ সমৃদ্ধ লেখাটিতে চিন্তাশীলদের জন্য চিন্তার খোরাক আছে । আল্লা আপনার বরকত দিন ।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭

আমি মিহু বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.