নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একটি পত্রিকার শিরোনাম। আজ থেকে কয়েক সপ্তাহ/মাস/বছর আগে আমাকে বিশাল বড় ঘটনা হিসেবে বাংলাদেশের সব জাতীয় পত্রিকায় ছাপানো হয়। প্রথম দিন আমাকে লাল কালি দিয়ে ব্যানার শিরোনাম হিসবে অনেক মূল্য দিয়ে ছাপানো হয়েছিল।
কিন্তু এর পরের দিনই আমার মতো আরেকটি শিরোনাম এসে আমার স্থান দখল করে নেয়। আমি সেদিন পত্রিকার ডান পাশে সাধারণ সংবাদ এর সাথেই আমার ঠাই হয়।
এর পরের দিন আমাকে রাখা হয় পত্রিকার নিচের পাশে। কারো নজরে তেমন পরতাম না। কিন্তু সচেতন মানুষ আমাকে নিয়ে তখন ও আলোচনা করতো। এর কয়েক দিন পরে আমি প্রথম পৃষ্ঠায় আর থাকতে পারিনি।
আমার মতো এমন অনেকেই তখন পত্রিকার প্রথম পৃষ্ঠা দখল করে নিয়েছে। আমাকে নিয়ে কিছু কলামিষ্ট সম্পাদকীয় পাতায় লেখালেখি করেছেন। কিন্তু তারা ও কয়েক দিন পর আমাকে ভুলে যান।
তার পরে আমাকে ভিতরের সাধারণ সংবাদের সাথে কিছু দিন রাখা হয়েছিল। আসতে আসতে বয়স বাড়ার সাথে সাথে আমি একদিন পত্রিকার বাইরে চলে আসি।
তারপর ও আমাকে নিয়ে মাঝে মাঝে টিভিতে কিছু লোক কথা বলতো। আজ তারাও আমাকে ভুলে গেছে।
আমি সাগর রুনি হত্য, আর্মি অফিসার হত্যা, সাত খুন, পুরিয়ে মানুষ হত্যা, ব্যাংক লুটের মতো সাধারণ একটি শিরোনাম।
©somewhere in net ltd.