নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিদায় হে অনুভূতিহীন নগরী
আমাকে ভুলনা,
আর জিজ্ঞাসা করবোনা
আমি কখন ও ছিলাম কিনা।
শহরের কোনো ব্যাস্ত কোণে
খুঁজো আমায়।
যেখানে নতুন কুড়িরা হেসে বেড়ায়।
আমাকে হয়তো পাবেনা সেখানে।
কিন্তু এতেই আমি খুশি হবো।
ভালবাসার চুড়ায় ভাববো নিজেকে।
কিংবা নতুন কুড়িদের জানিয়ে দিও,
তাদের আগে কেউ ছিল তাদেরই মতো।
নতুন কোন বন্ধু খুঁজে নিও।
সমুদ্রের মতো বিস্তৃত মনের কোন যুবক কে।
কিংবা কোন বিদ্বেষহীনা রমণীকে।
তাদের অশ্রু ঝড়িও না।
ব্যাথা দিও না, যা দিয়েছিলে তাদের পূর্ববসুরীদের।
যারা তোমাকে কুড়ে কুড়ে খেয়েছিল।
বিদায় হে অনুভূতিহীন নগরী,
আমি জানিনা তুমি কাঁদবে কিনা,
আমি চলে যাচ্ছি জেনে।
আমি জানিনা তুমি কাঁদবে কিনা,
আমি হাড়িয়ে যাবো জেনে।
দূরের আকাশে, ধোঁয়ার গন্ধে
কিংবা কুয়াশার ভিড়ে।
লুকিয়ে রবো ঐ রোদ বঞ্চিত সাদা ঘাসের মতো।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২২
আমি মিহু বলেছেন: নাইস
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৮
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৮
আমি মিহু বলেছেন: ধন্যবাদ
৩| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫০
নূর আল আমিন বলেছেন: নগরীটা বড়ই! চমত্কার
©somewhere in net ltd.
১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০
গেম চেঞ্জার বলেছেন: মন ছঁয়েছো আমার, হে বিষণ্ণ নগরী ।
চলে যাব । আর আসার ইচ্ছে নেই ।
তোমার ঐ দুষণের বারুদ তুমি জ্বালাও ।
আমি চলে যাব ।
চলে যাব চিরসবুজ বাঙলায় ।