নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংগ দোষে লোহা ভাসে। কাঠে আশ্রয় নেয়া লোহা পানিতে ভাসে। কিন্তু আমি সেই লোহাকে ডুবতে দেখেছি। দেখেছি তার স্বপ্নের শ্বাসরোধে মৃত্যু। শুনেছি তার আশা ভঙ্গের কান্না। অনুভব করেছি ডুকরে উঠা বুকের হৃদ স্পন্দন। কিন্তু দেখিনি কাঠের মধ্যে কোন অনুশোচনা।
২| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৫
এ কে এম রেজাউল করিম বলেছেন:
প্রিয় আমি মিহু । আপিনি খুবই গুত্বপূরন একটি অনুভূতি ও অভিজ্ঞতায় উপনিত হইয়াছেন, দয়া করিয়া আপনার অনুভূতিগুলি বিস্তারিতভাবে লিখিয়া আমাকে/ (সামু পাঠক-পাঠীকাদের) উপকার করুন। অনুরোধ করিতেছি!!
০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:০৮
আমি মিহু বলেছেন: ধন্যবাদ ভাই। ডিটেইল এ বলছি।
আমরা অনেকেই মনে করি যে ভালো মানুষের সাথে চললে আমিও ভালো মানুষ হতে পারবো। এটা ভেবে আপাত খুব ভালো মনে করা কোন মানুষের সাথে আমরা এই আশায় চলি যে আমিও হয়তো তার থেকে কিছু শিক্ষা নিয়ে ভালো হতে পারি। অথবা আমি এখন যেমন আছি তার চেয়ে আরো ভালো অবস্থানে যেতে পারবো। কিন্তু মাঝে মাঝে এমন হয় যে আমরা ভালো মানুষের সংগ নিয়ে তার আসল রূপ দেখি। আমরা তার সাথে মিশে আরো খারাপ হয়ে যাই। কিন্তু এতে সেই মানুষটার মধ্যে কোন অনুশোচনা থাকেনা। যদিও তার কারনেই আমাদের খারাপ পরিনতি হয়।
©somewhere in net ltd.
১| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৬
দর্পণ বলেছেন: দারুন ভাই।