নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওয়ার্ডরোবে জমানো পুরনো কাপরের গন্ধে তাকে খুঁজি।
আমার ব্যালকোনিতে ঝুলন্ত টবে
জমে থাকা পানিতে তাকে খুঁজি।
আমার ছাদের কোণে
বসার ব্যান্চিটাতে তাকে খুঁজি।
আমার জানলার কার্নিশে,
তেল চিটচিটে বালিশে তাকে খুঁজি।
আমার সোফার কোনায় তাকে খুঁজি।
আমার ফোনের ইনবক্সে,
ফোনবুকে তাকে খুঁজি।
বিছানার চাদরে,
শেল্ফে রাখা বইয়ে তাকে খুঁজি।
শেষ বিকেলে নীড়ে ফেরা পাখির ডানায় তাকে খুঁজি।
সন্ধায় লালিমায় তাকে খুঁজি।
বৃষ্টির দিনে মাথায় দেয়া টোপরে
কিংবা আধা ছেড়া রেইন কোটে তাকে খুঁজি।
ফেলে রাখা পুরনো আসবাবে তাকে খুঁজি।
সকালের প্রথম আড়মোরার পর তাকে খুঁজি।
চায়ের কাপে, কফি মগে তাকে খুঁজি।
০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১২:০৪
আমি মিহু বলেছেন: ধন্যবাদ
২| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১২:০৯
পটল বলেছেন:
খোঁজ দি সার্চ কবিতা অনেক সুন্দর হইচে। তবে কারে খুঁজতেছেন এইটাই বোঝা গেলো না।
০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৩:০৪
আমি মিহু বলেছেন: কারো ফেলে যাওয়া স্মৃতি।
৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪০
পটল বলেছেন:
সুখ স্মৃতিরা যত্নে থাকুক।
৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৪
কথাকথিকেথিকথন বলেছেন: মিষ্টি কবিতা ।
ভাল লেগেছে ।
০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৯
আমি মিহু বলেছেন: ধন্যবাদ
৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১১:১৭
সুমন কর বলেছেন: জেমসের গাওয়া গানকে অনুসরণ করা হয়েছে।
০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৮
আমি মিহু বলেছেন: কোন কিছু অনুসরন করিনি ভাই। আমি জানিই না জেমসের কোন গানের কথা আপনি বলছেন।
©somewhere in net ltd.
১| ০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।