নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক যাযাবর

আমি মিহু

আনাড়ি হাতের আনকোরা লেখক

আমি মিহু › বিস্তারিত পোস্টঃ

সৌজন্যতার ব্যাবসা

০৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৯

মানুষ সামাজিক জীব। হয়তো আমিও কিছুটা। তাই একুশ শতকে এসেও বিনিময় প্রথায় বিশ্বাসী লোকেদের আচরণে বিষ্মিত হই। তাদের অনেক কষ্টে বিনিয়োগকৃত সৌজন্য টুকুর বিনিময়ে কিছু ফিরিয়ে দিতে পারিনি। আমি যা করি তা সহজাত স্নেহ কিংবা ভালোবাসা থেকে অকপট ভাবেই করার চেষ্টা করি। নেয়ার সময় ও নিয়মের পরোয়া করিনা।

তাই মাঝে মাঝে তাদের বিনিয়োগ করা সৌজন্যতার বিনিময়ে কিছু দিতে না পারলে যখন দেখি সৌজন্যতায় ভাটা পরে তখন একটু থেমে যাই। নিজেকে দায় গ্রস্ত মনে হয়। তাহলে আগে যে তাদের কাছ থেকে এত কিছু নিলাম,কখন ও নিজে থেকে কখন ও চেয়ে তার সব শোধ দিতে হবে? আমিতো তাদের বিনিয়োগের উর্বর ভূমি না। তাদের কমার্শিয়াল সৌজন্যতা বুঝার বোধজ্ঞান আমার হয়নি। কিন্তু আমিতো আমার স্নেহ, ভালোবাসা, সৌজন্যতাকে নিলামে তুলিনি। যার কাছ থেকে সবচেয়ে ভালো দাম পাবো তাকেই দিবো এমন কিছু ছিলনা, নেই ও।
হয়তো আমি ভুল। কারন বিশ্বায়নের এ যুগে যেখানে আপনার মুখ নিঃসৃত প্রতিটি শব্দ, কথা, আপনার প্রতিটি মুহূর্ত মাপা হচ্ছে টাকার পাল্লায়, ভোগের বিবেচনায়, দৃশ্যমান লাভের আশায়, বিক্রির আশায় সেখানে অকপট সৌজন্যতা কোন ছাড়?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.