নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক যাযাবর

আমি মিহু

আনাড়ি হাতের আনকোরা লেখক

আমি মিহু › বিস্তারিত পোস্টঃ

জাপান

০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫

জাপান সম্পর্কিত কিছু শিক্ষনীয় তথ্যঃ

১. জাপানের স্কুল স্টুডেন্টরা প্রতিদিন তাদের টিচারদের সাথে ১৫ মিনিট তাদের স্কুল পরিষ্কার করে। যা তাদের একটি পরিচ্ছন্ন জাতি হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।

২. জাপানে আবর্জনা ক্লিনারদের হেলথ ইঞ্জিনিয়ার বলে, তারা ৫০০০-৮০০০ ডলার মাসিক বেতন পায়।

৩. জাপানের কোন প্রাকৃতিক সম্পদ নেই এবং প্রতি বছর শত শত ভূমিকম্প হয় তবু তারা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি।

৪.হিরোশিমায় বোম মারার মাত্র ১০ বছরে হিরোশিমা তার আগের জায়গায় ফিরে আসে।

৫. জাপানে রেস্টুরেন্ট ও ট্রেইন এ মোবাইল ফোন ইউজ করা নিষেধ।

৬. জাপানে শিক্ষাজীবনের প্রথম ৬ বছর শেখানো হয় নৈতিকতা ও কিভাবে মানুষের সাথে চলতে হবে।

৭. বিশ্বের একটি ধনি দেশ হয়ে ও তাদের কোন কাজের মানুষ রাখেনা। সকল কাজের দায়িত্ব মা, বাবা করতে হয়।

৮. জাপানে শিক্ষাজীবনের প্রথম ৩ বছর কোন পরীক্ষা হয়না। কারন তারা মনে করে লেখাপড়া চরীত্র গঠনের জন্য, পরীক্ষা নেয়ার জন্য না।
৯. জাপানে আপনি কোন রেস্টুরেন্টে গেলে দেখবেন কোন খাবার অপচয় হচ্ছেনা। মানুষ যার যতটুকু দরকার এর বেশি নেয়না।

১০. জাপানের ট্রেইন দেরি করে আসার গড় সময় বছরে ৭ সেকেন্ড !!!!!. তারা প্রতিটা সেকেন্ডের হিসেব করে চলে।

১১. জাপানে স্টুডেন্টদের খাওয়ার জন্য আধ ঘন্টা বিরতি দেয়া হয় সঠিক হজমের জন্য। কারন তারা স্টুডেন্টদের জাতির ভবিষ্যত মনে করে।

এক বছর পূর্তি উপলক্ষে আবার দিলাম। :)

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা! আমাদের ণীতি নির্ধারকরা কবে এই সত্যগুলো অনুভব করতে শিখবে।


আমরা আসুন ভালর অনুকরণ করি। জাপানের মতো ভালোকে :)

+++

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০০

আমি মিহু বলেছেন: আমরা চাইলেই পারি। ছোট ছোট বিষয় গুলো ধরে এগোলে সবই সম্ভব।

২| ০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

সুলতানা রহমান বলেছেন: বড় ভাল তথ্য।

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০০

আমি মিহু বলেছেন: ধন্যবাদ

৩| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০৩

স্যার এডলফ হিটলার বলেছেন: ছোটবেলায় জাপানি কার্টুন দেখতাম। তখন তাদের শিক্ষাব্যাবস্থা দেখে খুবই অবাক হতাম। এত ভালো শিক্ষাব্যাবস্থা দুনিয়ার কোথাও আছে কি না সন্দেহ।

তখন বাংলাদেশের সাথে তুলনা করে হতাশ হতাম ।

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০১

আমি মিহু বলেছেন: আমরা ও একদিন এমন হবো। উই শ্যাল ওভারকাম

৪| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৯

হাসান মাহবুব বলেছেন: বড় ভালো দেশ।

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩০

আমি মিহু বলেছেন: হুম

৫| ০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৩

আমি নাকিব বলেছেন: খুব ই ভালো তথ্য......
কিন্তু এরা নাকি দুনিয়ার সব চেয়ে বেশী porn বানায় কেম্নে কি!!

০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৭

আমি মিহু বলেছেন: জাপানিদের সম্পর্কে এটা আমিও শুনেছি। কিন্তু খারাপ টা না নিয়ে আমরা ভালো দিক গুলোই ফলো করলে আমাদের ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.